রোববার (১৪ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত যুবক লবণচরা থানাধীন মতিয়াখালী ৫ম গলির বাসিন্দা এসএম এ খালেকের ছেলে। ময়না তদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা সদর থানার অফিসার ইনচার্জ হাওলাদার মাসুম হোসাইন।
আরও পড়ুন: বাগেরহাটে নিখোঁজ ইজিবাইক চালকের মরদেহ মিলল পরিত্যক্ত ভবনে
তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে স্টার হোটেলের ৪০১ নস্বর কক্ষের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ভুক্তভোগীর মুখ থেকে ফেনা বের হচ্ছিল। ধারনা করা হচ্ছে, উত্তেজক কিছু সেবনে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের পরে বলা যাবে।