রোববার (৫ অক্টোবর) রাত ১২টা ১৫ মিনিটের দিকে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের সিংহের চর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, আকলিমা তুলি রূপসা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি এবং খুলনা জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা জারির পরও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় প্রচারণায় সক্রিয় ছিলেন। এছাড়া গোপনে দলীয় বৈঠক আয়োজন ও সংগঠন পুনর্গঠনেরও চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: খুলনায় সেমিনারে মুজিব বর্ষের লোগো সম্বলিত লিফলেট, বিতর্ক আর ক্ষোভ
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আকলিমা খাতুন তুলিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে গত ২৩ ফেব্রুয়ারি দায়ের হওয়া একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।’
]]>