বুধবার (৮ অক্টোবর) রাতে নগরীর জিরোপয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তির নাম তপন কুমার বিশ্বাস (৫৭)। তিনি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বনগাঁ থানার পশ্চিমপাড়া এলাকার মৃত ভগীরথ বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তপন কুমারকে ২ বোতল বিদেশি মদ ও মাদক বিক্রির ২ হাজার টাকাসহ হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ভারতীয় পাসপোর্টও জব্দ করা হয়।
আরও পড়ুন: ৮ দাবিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।’
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার ব্যক্তি মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
]]>