বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ৯টার দিকে সিটি বাইপাস সড়কের জাবুসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রূপসা নদীতে প্রতিমা বিসর্জন দিতে যাওয়া একটি বহরের পেছনে ঢাকা থেকে খুলনাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস ধাক্কা দেয়। এতে আনসার ও গ্রাম পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আরও পড়ুন: খুলনা জেলখানা ঘাটে বিসর্জনে বিষাদের সুর
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, প্রতিমা বিসর্জন দিতে যাওয়ার সময় বাসের ধাক্কায় গ্রাম পুলিশ ও আনসার সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় হেলপারকে আটক করা হয়েছে, বাসটিও জব্দ করা হয়েছে। আহতরা বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।