খুলনায় পুলিশের ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদ অভিযান

৬ দিন আগে
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) নগরীর ফুটপাত ও সড়ককে যানজটমুক্ত ও নিরাপদ রাখতে অবৈধ উচ্ছেদ অভিযান করেছে।

শনিবার (৪ অক্টোবর) বিকেলে ময়লাপোতা মোড়, সিটি মেডিকেল এলাকা, ফারাজীপাড়া রোড, ডাকবাংলা মোড়, সাহেবের কবরখানা রোড এবং ক্লে রোড এলাকায় ফুটপাতে বসানো সাইনবোর্ড ও অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়েছে।


কেএমপির ট্রাফিক বিভাগ ও থানার যৌথ উদ্যোগে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। অবৈধ দোকান এবং সাইনবোর্ড সরানোর পাশাপাশি পুলিশ পথচারীদের নিরাপদ চলাচলের জন্য সচেতনতা মূলক নির্দেশনা দিয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর অন্যান্য ব্যস্ততম ফুটপাত ও বাজার এলাকায় অবৈধ দখল রোধে নিয়মিত অভিযান চালানো হবে।


আরও পড়ুন: কচুয়ায় সড়কের পাশের তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ


উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দিয়েছেন অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ছয়রুদ্দীন আহমেদ এবং সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক, মিডিয়া অ্যান্ড সিপি) খোন্দকার হোসেন আহ্মদ। তারা জানিয়েছেন, নগরীর ফুটপাত সাধারণ মানুষের জন্য মুক্ত রাখাই তাদের মূল লক্ষ্য।


নাগরিকরা আশা করছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে খুলনা মহানগরীর ফুটপাত ও রাস্তা নিরাপদ ও স্বচ্ছন্দে ব্যবহারযোগ্য হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন