খুলনার সাবেক এমপি মিজান ফের কারাগারে

১ সপ্তাহে আগে
খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে খুলনার অতিরিক্ত সিএমএম আদালতের বিচারক মো. আনিসুর রহমান এ নির্দেশ দেন।

 

এর আগে বুধবার সন্ধ্যায় অন্য মামলায় জামিন পেয়ে কারাগার থেকে বের হলেও কারাগারের ফটকের সামনে থেকে তাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। পরে রয়্যাল মোড়ের ফ্যাশন জোন বাই লিন্ডায় হামলার মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়।
 

আরও পড়ুন: যুবদল নেতা মামুন কারাগারে, রয়েছে ৪২৬ মামলা

আদালত সূত্র জানায়, ২০২৪ সালের ১৬ জানুয়ারি রয়্যাল মোড়ে ফ্যাশন জোন বাই লিন্ডায় চাঁদা দাবির অভিযোগ ওঠে। এ সময় আসামি রিক্তা পারভীন দোকানের কর্মচারীকে ৫ লাখ টাকা দাবি করে হুমকি দেন। টাকা না দেওয়ায় আসামিরা অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে দোকানের ক্যাশ থেকে নগদ ২ লাখ টাকা ও প্রায় ৮০ হাজার টাকার কসমেটিকস ও পোশাক লুট করে। যাওয়ার সময় ঘটনাস্থলে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় দোকান মালিক বাদী হয়ে খুলনা থানায় মামলা করেন।
 

উল্লেখ্য, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চলতি বছরের ৩০ জানুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৩ মিজানুর রহমান মিজানকে ৮ বছরের কারাদণ্ড দেন। তার বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় আরও ৪টি মামলা রয়েছে। গত বছরের জুলাইয়ে বিএনপির আন্দোলনের সময় খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনার বাড়ি ভাঙচুর ও লুটপাট মামলায়ও তাকে আসামি করা হয়।
 

তার বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় ৪ টি মামলা রয়েছে। দুদকের একটি মামলায় তাকে ৮ বছরের কারাদন্ডাদেশ দেন ঢাকার একটি আদালত। গেল বছরের ২৮ জুলাই একদফা দাবি আন্দোলন চলাকালীন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি শফিকুল আলম মনার বাড়ি ভাঙচুর ও লুটপাট মামলায় তাকে ২৯ মে গ্রেফতার দেখানো হয়।
 

আরও পড়ুন: ডাকসু নির্বাচন / হত্যাচেষ্টা মামলায় কারাগারে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল

মিজানুর রহমান ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসন থেকে নির্বাচিত হন। এছাড়া, তিনি দীর্ঘদিন ধরে খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন