শনিবার (৪ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুলনার বিভিন্ন নদীতে ছয়টি পৃথক অভিযান পরিচালনা করে জেলা মৎস্য অধিদফতর। এতে সহায়তা করে নৌ-বাহিনীর সদস্যরা।
খুলনা জেলা মৎস্য অধিদফতর সূত্রে জানা গেছে, দাকোপে দুটি এবং তেরখাদা, বটিয়াঘাটা, দিঘলিয়া ও রূপসা উপজেলায় একটি করে দল অভিযান চালায়। অভিযানে বিভিন্ন নদী এলাকায় কারেন্ট জালের ফাঁদ পেতে রাখা দেখা যায়। অভিযান চালানোর সময় অধিকাংশ জেলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। তবে বিভিন্ন নদী এলাকা থেকে ১৩ লাখ টাকা মূল্যের মোট ৫০ হাজার ১০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
আরও পড়ুন: ইলিশ আহরণে নিষেধাজ্ঞার প্রথম রাতেই ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
এর মধ্যে তেরখাদায় কারেন্ট জালে জব্দ করার সময় দুই কেজি ইলিশও উদ্ধার করা হয়। তবে কোনো অভিযান থেকে কাউকে আটক করতে পারেননি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
পরে জব্দ করা কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযান চলাকালে মা ইলিশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে নদী তীরবর্তী এলাকায় লিফলেট বিতরণ ও জনসচেতনতা কার্যক্রমও পরিচালনা করা হয়।
আরও পড়ুন: পাথরঘাটায় ৩০ লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
খুলনা জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান জানান, মা ইলিশ সংরক্ষণে সরকারি নির্দেশনা সর্বোচ্চ গুরুত্ব সহকারে বাস্তবায়ন করা হবে। প্রথম দিনে ৬টি অভিযান হয়েছে। নিষেধাজ্ঞার সময় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে জনসচেতনতা তৈরিতেও কাজ করছে মৎস্য অধিদফতর।
উল্লেখ্য, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিপণন সম্পূর্ণ নিষিদ্ধ। এই সময়ে মা ইলিশ ডিম ছাড়ে, তাই টেকসই উৎপাদনের স্বার্থে সরকার প্রতিবছর এ নিষেধাজ্ঞা জারি করে।