খুলনায় ১১ মামলার আসামি রিপন শেখকে পিস্তল ও গুলিসহ গ্রেফতার

৩ দিন আগে
খুলনার দিঘলিয়ায় যৌথ অভিযান চালিয়ে হত্যা মামলাসহ ১১ মামলার আসামি সন্ত্রাসী রিপন শেখকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ ও নৌবাহিনী। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার ফরমাইশখানা গ্রামের সোবাহান হাওলাদের বাড়ি থেকে তাকে আটক করা হয়। রিপন ওই এলাকার আনসার শেখের ছেলে।

 

দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ. এম. শাহীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও নৌবাহিনী যৌথভাবে ফরমাইশখানা এলাকায় অভিযান চালায়। অভিযানের খবর পেয়ে রিপন নিজ বাড়ি থেকে পালিয়ে পাশের সোবাহান হাওলাদের বাড়িতে আশ্রয় নেয়। পরে সেখানে তল্লাশি চালিয়ে তাকে অস্ত্রসহ আটক করা হয়।

 

আরও পড়ুন: আদালতে দুই কিশোরের স্বীকারোক্তি / টেকনাফে কানের দুলের জন্য ৪ বছরের শিশুকে গলাটিপে হত্যা!

 

ওসি আরও বলেন, রিপন শেখ দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসসহ ১১টি মামলা রয়েছে। নতুন করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন