খুলনা বিভাগে ভোক্তার অভিযানে ১৭ প্রতিষ্ঠানকে জরিমানা

১ সপ্তাহে আগে
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের খুলনা বিভাগীয় ও বিভিন্ন জেলা কার্যালয় একযোগে ১১টি তদারকি অভিযান পরিচালনা করেছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিভিন্ন জেলায় এসব অভিযানে অনিয়মে অভিযোগে ১৭ প্রতিষ্ঠানকে ৮৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।


খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার মজিদ স্মরণী এলাকায় অভিযান চালিয়ে রস মহলকে যথাযথ পণ্য সরবরাহ না করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিকের নেতৃত্বে অভিযান চালিয়ে বগুড়া সুইটসকে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ৮ হাজার টাকা এবং বরিশাল হোটেলকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য দ্রব্য উৎপাদনের অপরাধে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।


খুলনার দৌলতপুর বাজার ও দেয়ানা এলাকায় সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে আহাদ স্টোরকে যথাযথ পণ্য সরবরাহ না করার অপরাধে ১ হাজার টাকা এবং রাসেল ফুড প্রোডাক্টকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদনের জন্য ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


কুষ্টিয়ার বড়বাজারে সহকারী পরিচালক মো. মাসুম আলীর নেতৃত্বে প্রিন্স কাচ্চি ডাইনকে মোড়ক ব্যবহার না করা ও অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদনের জন্য ৮ হাজার টাকা জরিমানা করা হয়।


মাগুরার রামনগর বাজারে সহকারী পরিচালক মো. সজল আহম্মেদের নেতৃত্বে মেসার্স রাজধানী ব্রেডকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদনের জন্য ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।


যশোরের রেলবাজার এলাকায় সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে খাদিজা এন্ড আসমা স্টোরকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ১ হাজার টাকা, মাসুদ রানা স্টোরকে ২ হাজার টাকা এবং রঞ্জিত স্টোরকে যথাযথ পণ্য সরবরাহ না করায় ৫ শত টাকা জরিমানা করা হয়।


আরও পড়ুন: মধ্যরাতে ভোক্তার অভিযান /সবজির দাম এত বেড়ে যাওয়ার কারণ জানা গেল


সাতক্ষীরার বাবুলিয়া বাজারে সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে ইদ্রিস স্টোরকে মোড়ক ব্যবহার না করায় ২ হাজার টাকা এবং এবি মেডিসিন শপকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য ২ হাজার টাকা জরিমানা করা হয়।


নড়াইলের লোহাগড়া বাজারে সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে স্বস্তি হোমিও ক্লিনিককে জীবন ও নিরাপত্তা বিপন্নকারী সেবা দেওয়ার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ঝিনাইদহের ডাকবাংলা বাজারে সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে ফাহিমা ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।


মেহেরপুর সদর বাজারে সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে রানা স্টোরকে মোড়ক ব্যবহার না করা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।


বাগেরহাট সদর বাজারে সহকারী পরিচালক শরিফা সুলতানার নেতৃত্বে অনিক সুইটসকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ২ হাজার টাকা এবং ফুয়াদ মেডিকেলকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
মোট ১৭টি প্রতিষ্ঠানকে ৮৯ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। ব্যবসায়ীদের বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর জানিয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন