খাগড়াছড়িতে আলোচিত মা–মেয়ে হত্যাকাণ্ডে ভাতিজা গ্রেফতার

১ সপ্তাহে আগে
খাগড়াছড়ির রামগড় পৌরসভার পূর্ব বাগানটিলায় মা–মেয়েকে গলা কেটে হত্যার ঘটনায় ভাতিজা সাইফুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টায় খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল এ তথ্য নিশ্চিত করেন।


সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ২০ আগস্ট রাত থেকে ২১ আগস্টের মধ্যবর্তী সময়ে পূর্ব বাগানটিলার নিজ ঘরে আমেনা খাতুন (৮৮) ও তার মেয়ে রাহেনা আক্তারকে (৪০) ধারালো দা দিয়ে নির্মমভাবে হত্যা করে তাদের আত্মীয় সাইফুল ইসলাম।


এ ঘটনায় নিহত রাহেনা আক্তারের ছেলে হাসান (২০) বাদী হয়ে ২২ আগস্ট রামগড় থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় রুজু করা হয়েছে।


আরও পড়ুন: খাগড়াছড়িতে মা-মেয়েকে গলা কেটে হত্যা


বাদী হাসান অভিযোগ করেন, আসামি সাইফুল তাদের ঘরে এসে টাকা দাবি করলে না দেয়ায় ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটায়। হত্যার পর আলামত নষ্টের চেষ্টা করে তিনি নিহতের ব্যবহৃত মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় এবং পরে চট্টগ্রামের ভূজপুর এলাকায় মাত্র ৪০০ টাকায় বিক্রি করে দেয়।


পুলিশ জানায়, গ্রেফতার সাইফুলের স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দা ও নিহতের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাকে আদালতে পাঠানো হয়েছে এবং রিমান্ডের আবেদন করেছে পুলিশ।


পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, ‘এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মামলার তদন্তে আরও তথ্য বেরিয়ে আসবে বলে আশা করছি।’
 

]]>
সম্পূর্ণ পড়ুন