মাত্র একদিনের মাথায় মঙ্গলবার (৮ জুলাই) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের এ অফিস আদেশ দেয়া হয়। এর আগে সোমবার চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে জেলা পরিষদের সব কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছিল।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম স্বাক্ষরিত অফিস আদেশে উল্লেখ করা হয় যে, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন ১৯৮৯ এর ধারা-১৪ অনুযায়ী জেলা পরিষদ সদস্য সেফালিকা ত্রিপুরাকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।
আরও পড়ুন: খাগড়াছড়িতে ভারি বর্ষণে পাহাড় ধসের শঙ্কা
এর আগে পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৭ নভেম্বর জিরুনা ত্রিপুরাকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করে সরকার। কিন্তু নিয়োগের পর থেকে চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে পরিষদ পরিচালনায় নানা অভিযোগ ও বিতর্ক ওঠায় গত সোমবার পার্বত্য মন্ত্রণালয় তাকে সব কার্যক্রম থেকে বিরত রাখার আদেশ জারি করে। জিরুনা ত্রিপুরার কার্যক্রম স্থগিত করার একদিনের মধ্যেই নতুন চেয়ারম্যান নিয়োগ দিলো মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মাধ্যমে দেয়া অফিস আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী।
]]>