বিশিষ্ট চিন্তক ও লালন গবেষক ফরহাদ মাজহার, কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মো. আরেফিনসহ কুষ্টিয়ার বিভিন্ন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও রাজনৈতিক দলের নেতারাসহ স্থানীয় সাধারণ মানুষ, ভক্তবৃন্দ এবং পরিবারের সদস্যরা জানাজায় অংশ নেয়। এর কিছুক্ষন আগে ফরিদা পারভীনের মরদেহ কুষ্টিয়ায় পৌছালে তাকে শেষ বারের মত দেখার জন্য শতশত মানুষ ভিড় করেন।
এছাড়াও বিভিন্ন সংগঠন তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ফরিদা পারভীনের মৃত্যুতে কুষ্টিয়াসহ সারাদেশ সংগীত অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
আরও পড়ুন: ফরিদা পারভীনের মৃত্যুতে শোকবার্তা শাকিব খানের
গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটের দিকে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফরিদা পারভীন।
১৯৫৪ সালে নাটোরে জন্মগ্রহণ করেন ফরিদা পারভীন। শৈশবেই সংগীত শিক্ষার হাতেখড়ি। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি তিনি সংগীত চর্চায় যুক্ত হন। ১৯৭৩ সালে রাজশাহী বেতারে নজরুল সঙ্গীতের মাধ্যমে তার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। পরবর্তীতে লালনের গান দিয়েই তিনি সবার হৃদয়ে জায়গা করে নেন।
আরও পড়ুন: বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
কণ্ঠশিল্পী হিসেবে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ফরিদা পারভীন পেয়েছেন একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বহু সম্মাননা। তিনি রেখে গেছেন অসংখ্য ভক্ত-অনুরাগী।
]]>