ক্ষমা চাইলেই ইমরান খানের কারামুক্তি সম্ভব!

১ সপ্তাহে আগে
২০২৩ সালের মে মাসের দাঙ্গার দায় স্বীকার করে ক্ষমা চাইলেই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারামুক্তি সম্ভব। এমন শর্ত জুড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ।

ইমরান খানের গ্রেফতারের প্রতিবাদে ২০২৩ সালের ৯ মে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের সমর্থকরা বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভের কারণে পাকিস্তানজুড়ে অস্থিরতা সৃষ্টি হয় এবং বিভিন্ন স্থানে সরকারি ভবন, সেনাবাহিনীর স্থাপনা, রাজনৈতিক দলগুলোর অফিসসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে আক্রমণ চালানো হয়। পিটিআই এর বিক্ষোভকে দাঙ্গা হিসেবে আখ্যা দেয় বর্তমান সরকার।

 

বিভিন্ন মামলায় এক বছরের বেশি সময় ধরে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খান। এবার তার কারাগার থেকে মুক্তি পাওয়ার জন্য শর্ত দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ।

 

আরও পড়ুন: জেলে বসে পাকিস্তানের বাজে হার দেখে চটেছেন ইমরান খান

 

তিনি জানান, ২০২৩ সালের মে মাসের দাঙ্গার জন্য ইমরান খান যদি আন্তরিকভাবে ক্ষমা চান, তাহলে মুক্তির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আদালত যদি তার জামিন মঞ্জুর করেন, তাহলে সরকারের কোনো আপত্তি নেই।

 

তবে স্থানীয় গণমাধ্যম পাকিস্তান অবজারভারের তথ্য অনুযায়ী, ইমরান খান ক্ষমা চাইবেন না। বরং তিনি আদালতে একাধিক মামলা দায়ের করেছেন। সর্বশেষ, তিনজন বিচারকের বদলির বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে রিট করেছেন, যেখানে তিনি অভিযোগ করেছেন যে বিচারকদের ওপর প্রতিশোধমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

আরও পড়ুন: ইমরান খানের সঙ্গে দেখা করতে বিধিনিষেধ, আদালতে গেলো পিটিআই

 

অন্যদিকে, পিটিআই লাহোরের মিনার-ই-পাকিস্তানে সমাবেশ করতে চাইলেও, প্রশাসন নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে অনুমতি দেয়নি। পিটিআই নেতাকর্মীদের দাবি, বর্তমান সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার খর্ব করছে। তবে সরকারি কর্তৃপক্ষ বলছে, নিরাপত্তা ঝুঁকির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন