ক্রমেই বাসযোগ্যতা হারাচ্ছে ঢাকা, কী পরিকল্পনা রাজউকের?

১ সপ্তাহে আগে
মেগাসিটি ঢাকায় যানবাহনের গতি ফেরাতে বাস্তবায়ন হচ্ছে বিভিন্ন মেগা প্রকল্প। তবে মিলছে না কাঙ্ক্ষিত সুফল। আবাসন চাহিদা পূরণে যত্রতত্র ভবন নির্মাণ হওয়ায় সংকুচিত হয়ে পড়ছে মাঠ ও জলাভূমি। মিলছে না পর্যাপ্ত ফাঁকা স্থান ও পরিষ্কার বাতাস। চার দেয়ালে বন্দি শিশুদের শৈশব। এমন অপরিকল্পিত রাজধানী বার বার তকমা পাচ্ছে দূষিত শহরের।

স্কুল ভ্যানের মতো খাঁচাতেই বন্দি হয়ে আছে ঢাকা শহরের লাখো শিশুর শৈশব। অনেক বিদ্যালয়েই নেই খেলার মাঠ। চার দেয়ালের মাঝেই আটকে আছে শিশুদের স্বপ্ন। নামে মেগা সিটি হলেও ঢাকায় নেই প্রয়োজনীয় খেলার মাঠ। এ অবস্থায় বিশেজ্ঞদের মতে, চার দেয়ালে বড় হওয়ায় বাধাগ্রস্ত হচ্ছে শিশুর মস্তিষ্কের বিকাশ।

 

মাঠ, জলাভূমি দখল করে রাজধানীর বুকে গায়ে গা লাগিয়ে গড়ে উঠছে বড় বড় ইমারত। ক্রমেই মানুষের চাপে বাসযোগ্যতা হারাচ্ছে ঢাকা। কমছে সবুজ, বাড়ছে দূষণ ও আবাসন সংকট।

 

অপরিকল্পিত ঢাকার উদাহরণ হিসেবে মিরপুরের একটি সড়কের কথা বলাই যায়। সিটি করপোরেশন নির্ধারিত স্থান না থাকায় সড়কের উপরেই ফেলতে হচ্ছে ময়লা। দুর্গন্ধে অতিষ্ট এলাকাবাসী, ছড়াচ্ছে জীবাণুও।

 

আরও পড়ুন: লাহোরের বাতাসে বিশ্বের সবচেয়ে বেশি দূষণ, ঢাকায় পরিস্থিতি কী?

 

অপরিকল্পনার দৃশ চোখে পড়বে ৮ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও। সড়কের মাঝেই তেজগাঁও পয়েন্টে আদায় হচ্ছে টোল। এতে নষ্ট হচ্ছে যানবাহনের গতি, তৈরি হচ্ছে যানজট।

 

এই পরিস্থিতির অবসান চান নগরবাসী। উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে কোটি কোটি টাকার বাজেট থাকার পরও বাধে পরিকল্পনাজনিত বিপত্তি। প্রায়ই পাল্টাতে হয় পূর্বের পরিকল্পনা। ঢাকার নগর বাস্তবতা না বুঝে বিচ্ছিন্নভাবে পরিকল্পনা করা হয় বলেই এসব প্রকল্পে সুফল মিলছে না বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদরা।

 

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান সময় সংবাদকে বলেন, 

সিটি করপোরেশন এবং রাজউক তাদের দায়িত্ব ভুলে যাওয়া, এমন একটা অদ্ভূতভাবে ঢাকার নগরায়ন চলছে। কেউ কিছু ভাবছে না। মানুষ ভাবছে, ভবন করতে দিলেই মনে হয় ঢাকা বাসযোগ্য নগর হয়ে যাবে। অপরিকল্পিত ফ্লাইওভার, অপরিকল্পিত ভবন নির্মাণ-- এসব শহরের বাসযোগ্যতা বাড়াতে পারে না।

 

আরও পড়ুন: উত্তরের মহাসড়কে কেমন হবে ঈদযাত্রা?

 

এদিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান নগর পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম বলছেন, ক্ষুদ্র ক্ষুদ্র প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সুসংহত নগরায়নের কথা ভাবছে সরকার।

 

তিনি বলেন, 

কীভাবে বাসযোগ্য ঢাকা তৈরি করা যায়, সেই বিষয়ে অ্যাকশন প্ল্যান তৈরি হচ্ছে। আগামী মার্চের মধ্যেই অ্যাকশন প্ল্যানটি চূড়ান্ত হবে।এরপর এপ্রিল পর্যায়ে সেটা বাস্তবায়নের দিকে কাজ করতে পারবো।

 

ঢাকায় জনসংখ্যার চাপ কমাতে পারলে নগর সমস্যার সমাধান অনেকাংশে সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। বাড়াতে হবে জনসচেতনতাও।

]]>
সম্পূর্ণ পড়ুন