বুধবার (১৬ জুলাই) প্রকাশিত হালনাগাদকৃত টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে উঠেছেন রিশাদ হোসেন। ১২ ধাপ এগিয়ে ১৭ নম্বরে আছেন এই লেগ স্পিনার। তার রেটিং পয়েন্ট ৬২৩। বড় লাফ দিয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলামও। দ্বিতীয় টি-টোয়েন্টিতে একাদশে ফিরে মাত্র ১২ রানে ২ উইকেট নেয়া শরিফুল এগিয়েছেন ২০ ধাপ, আছেন ৫৭ নম্বরে।
তবে, বাকি বোলারদের এই সপ্তাহে অবনতি হয়েছে। শেখ মেহেদী ও তাসকিন আহমেদ ৪ ধাপ করে পিছিয়ে যথাক্রমে ২৫ ও ২৮ নম্বরে নেমে গেছেন। হাসান মাহমুদ ২ ধাপ ও তানজিম হাসান সাকিব ৩ ধাপ পিছিয়ে যথাক্রমে ৩৬ ও ৪৬ নম্বরে নেমে গেছেন। আগের মতো ২৬ নম্বরেই আছেন মোস্তাফিজুর রহমান।
টি-টোয়েন্টি বোলারদের সেরা পাঁচেও আছে পরিবর্তন। এক ধাপ করে এগিয়ে চার ও পাঁচে উঠেছেন ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন ও অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা।
আরও পড়ুন: স্লো ওভার রেটের কারণে পয়েন্ট কাটা গেল ইংল্যান্ডের
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জেতানো অর্ধশতকের কারণে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন লিটন দাস। ৭ ধাপ এগিয়ে ৪৪ নম্বরে উঠেছেন তিনি, সেখানে তার সঙ্গী জনি বেয়ারস্টো। এক ধাপ এগিয়েছেন তাওহীদ হৃদয়ও, আছেন ৪১ নম্বরে। দেশের ব্যাটারদের মধ্যে সেরা র্যাঙ্কিং তারই। বড় লাফ দিয়েছেন পারভেজ হোসেন ইমনও। ১২ ধাপ এগিয়ে ৮৫ নম্বরে উঠেছেন এই বাঁহাতি।
তবে অবনতি হয়েছে ইমনের ওপেনিং পার্টনার তানজিদ তামিমের। ২ ধাপ পিছিয়ে ৫৫ নম্বরে নেমে গেছেন তিনি। সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩ ধাপ ও জাকের আলী ৫ ধাপ পিছিয়ে আছেন যথাক্রমে ৬৭ ও ৭০ নম্বরে।
এদিকে লর্ডস টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে টেস্ট ব্যাটারদের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন জো রুট। দুইয়ে কেন উইলিয়ামসন। দুই ধাপ পিছিয়ে তিনে নেমে গেছেন হ্যারি ব্রুক। এক ধাপ এগিয়েছেন স্টিভ স্মিথও। চারে আছেন তিনি। স্মিথকে জায়গা ছেড়ে দিয়ে পাঁচে নেমে গেছেন জশস্বী জয়সওয়াল।
সেরা দশে আছে আরও পরিবর্তন। টেম্বা বাভুমা এক ধাপ এগিয়ে ছয়ে এবং ২ ধাপ এগিয়ে কামিন্দু মেন্ডিস সাতে উঠেছেন। রিশভ পন্ত ও শুভমান গিল যথাক্রমে ১ ও ৩ ধাপ পিছিয়েছেন, আছেন অষ্টম ও নবম স্থানে। দশে জেমি স্মিথ।
অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ১৬ ধাপ এগিয়ে ২৯ নম্বরে উঠেছেন। ৫ ধাপ করে এগিয়ে ৩৪ ও ৩৫ নম্বরে রবীন্দ্র জাদেজা ও কেএল রাহুল।
আরও পড়ুন: বাংলাদেশে পা রেখেছে পাকিস্তান দল
বাংলাদেশের বেশিরভাগ ব্যাটারেরই অবনতি হয়েছে। এক ধাপ নেমে ৩১ নম্বরে থাকা মুশফিকুর রহিমই দেশের সেরা টেস্ট ব্যাটার। সাবেক অধিনায়ক শান্ত নেমে গেছেন ৩ ধাপ (৩৮) ও লিটন পিছিয়েছেন ২ ধাপ (৪৩)। তবে, মুমিনুল হক, সাদমান ইসলাম ও মেহেদী হাসান মিরাজ একধাপ করে এগিয়ে যথাক্রমে ৫২, ৫৩ ও ৫৪ নম্বরে আছেন।
টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়েছেন স্কট বোল্যান্ড। জ্যামাইকা টেস্টে হ্যাটট্রিক করা এই পেসার ছয় নম্বরে উঠেছেন। বড় লাফ দিয়েছেন শামার জোসেফ। এই ক্যারিবীয় পেসার ১৫ ধাপ এগিয়ে ১৪ নম্বরে উঠেছেন।
বাংলাদেশের বোলাররা প্রায় সবাই পিছিয়েছেন। তাইজুল (১৬), মিরাজ (২৬), তাসকিন (৫৩), হাসান মাহমুদ (৫৪) এক ধাপ করে পিছিয়েছেন।