কোনো প্রধানমন্ত্রী যাতে দানবে পরিণত হতে না পারেন তার জন্য উচ্চকক্ষ: বদিউল আলম

১ দিন আগে
কোনো প্রধানমন্ত্রী যাতে দানবে পরিণত হতে না পারেন তারজন্য উচ্চকক্ষ - এ কথা জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় এসেছিলেন। তবে স্বৈরাচারী ব্যবস্থাই তাকে দানবে পরিণত করেছিল।

বৃহস্পতিবার (০৯ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সিপিডি আয়োজিত প্রস্তাবিত উচ্চকক্ষ কি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের জবাবদিহিতা নিশ্চিত করতে পারবে শীর্ষক জাতীয় সংলাপের তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, ঐক্যমত মানেই সবার একমত হওয়া। আর সেটা কোনভাবেই সম্ভব না। বিভিন্ন মত থাকবে এরমধ্যেই ঐক্য খুঁজতে হবে।

 

বদিউল আলম মজুমদার বলেন, 

কোনো প্রধানমন্ত্রী যাতে দানবে পরিণত হতে না পারেন তারজন্য উচ্চকক্ষ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় এসেছিলেন। স্বৈরাচারী ব্যবস্থাই তাকে দানবে পরিণত করেছিল।

 

বদিউল আলম মজুমদার আরও বলেন, কোনো প্রধানমন্ত্রী যাতে দানবে পরিণত হতে না পারেন তারজন্য উচ্চকক্ষ। তার দানবে পরিণত হওয়ার মূল কারণ পঞ্চদশ সংশোধনী। উচ্চকক্ষ থাকলে তা সহজে পাস হতে পারতো না।

 

তিনি বলেন, পিআর পদ্ধতিতে দ্বিকক্ষ হয়, ক্ষমতার ভারসাম্য আসবে। এসব বিধিবিধান কোনো কাজে আসবে না, যদি না রাজনৈতিক সংস্কৃতি বদলানো যায়। রাজনৈতিক দলে গণতন্ত্রের চর্চা করতে হবে।

 

রাজনৈতিক দলগুলোতে গণতন্ত্রের চর্চা না থাকলে উচ্চকক্ষ-নিম্নকক্ষ বাস্তবায়ন করেও খুব লাভ হবে না এমন মন্তব্য করেন ড. বদিউল আলম মজুমদার।

 

আরও পড়ুন: সংসদকে অংশগ্রহণমূলক করতে বিএনপি বদ্ধপরিকর: শামা ওবায়েদ

 

তিনি বলেন, চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে ক্ষমতার ভারসাম্য যদি তৈরি করতে পারি, দানবীয় ব্যবস্থা রোধ করতে পারি তাহলে আর ভবিষ্যতে কাউকে ফ্যাসিস্ট হতে হবে না।

 

সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, 

দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষ সাধারণ মানুষের টাকায় শ্বেতহস্তী পোষা আর নতুন জমিদার তৈরি করা ছাড়া নতুন কিছু হবে না।

 

সংসদে উচ্চকক্ষের প্রস্তাবনার চেয়ে যে সিস্টেম রয়েছে তাতে আরও স্বচ্ছতা আনা এবং দুর্বলতা দূর করার চেষ্টা করা। সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব আরও গণতান্ত্রিক করা। সংসদ সদস্যরা শুধু বিল পাস নয়, নিজেই বিল উত্থাপনের সক্ষমতা তৈরি করতে পারেন এমনটা আনতে হবে বলেও মত দেন অনুষ্ঠানে মূল প্রবন্ধ স্থাপনকারী সিপিডির পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন রওনক জাহান। এতে আরও বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা রুহিন হোসেন প্রিন্স, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, নির্বাচন ব্যবস্থা সংস্থার কমিশনের সদস্য ড. আলিম, অধ্যাপক আসিফ এম শাহান, সিপিডির পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাজিম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ স্থাপন করেন সিপিডির পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।
 

]]>
সম্পূর্ণ পড়ুন