কেন রোজার প্রেমে পড়লেন, প্রশ্নের উত্তরে যা বললেন তাহসান

৩ সপ্তাহ আগে
কদিন আগেই বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খান। বিয়ের পরপরই স্ত্রী রোজা আহমেদকে নিয়ে টক অব দ্য টাউনে পরিণত হয়েছেন এ সেলিব্রেটি।

ভক্তদের কৌতূহল মেটাতে নতুন গান ‘একা ঘর আমার’ র অনুষ্ঠানে সংবাদমাধ্যমে কথা বলেন তাহসান। উত্তর দেন সাংবাদিকদের নানা প্রশ্নের।

 

কেন রোজার প্রেমে পড়লেন, প্রশ্নের উত্তরে যা বললেন তাহসানসংবাদমাধ্যমে কথা বলছেন তাহসান। ছবি: সংগৃহীত

 

তাহসান বলেন, আমার জীবন খুবই সাধারণ। বিয়ে করে দর্শকদের চমক দেইনি, বরং এটা আমার জীবনের একটা অংশ।

 

তাহসান আরও বলেন, যেহেতু আমি একজন সেলিব্রেটি, তাই দর্শকদের আমাকে নিয়ে আগ্রহ আছে, আমার ব্যক্তিগত জীবনে কী হয় জানতে চায়। তাই আমার বিয়ের কথা সবাইকে জানিয়েছি।

 

বিয়ের পর অনুভূতি কী এমন প্রশ্নের উত্তরে তাহসান একটু হেসেই বলেন, আসলে এ প্রশ্নের উত্তর অনেকভাবেই দেয়া যায়। আমাদের দেশের দর্শক কিন্তু রসবোধটা ঠিক নিতে পারে না। তাই এ প্রশ্নের উত্তরটা আমার যেভাবে দিলে মজা লাগতো, সেভাবে আমি দিতে পারছি না। তবে আমি বলব, বিয়ের অনুভূতিতা সত্যি অসাধারণ। এটা একটা আল্লাহর রহমত।

 

আরও পড়ুন: এক নজরে তাহসানের বিয়ের সব ছবি

 

স্ত্রী সম্পর্কে বলতে গিয়ে তাহসান বলেন, আমি আমার জীবনে এমন একজনকে পেয়েছি, যে আমার জীবনে হাসি আর সুখ নিয়ে এসেছে।

 

আরও পড়ুন: বিয়ের পরেই যে সুখবর দিলেন তাহসান

 

এরপর একটু মজা করেই তাহসান বলেন, ব্যক্তিগত জীবনে এমন অনেক ঘটনাই থাকে যা ক্যামেরার সামনে বলা রুচিশীল না। কেন তার (রোজা) প্রেমে পড়েছি, কেন তাকে ভালোবাসি এটা আমাদের একান্তই ব্যক্তিগত বিষয়। তাই আমি মেকি কোনো কথা আপনাদের শোনাতে চাই না। আমি শুধু একটা কথাই বলতে চাই, জীবন আসলেই সুন্দর। কারণ আমি তার দেখা পেয়েছি।

]]>
সম্পূর্ণ পড়ুন