কেটি পেরি, ডুয়া লিপার পর টেলর সুইফটের কনসার্টের অপেক্ষায় হিমি

৩ সপ্তাহ আগে
জান্নাতুল সুমাইয়া হিমি ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী। দুর্দান্ত সব নাটকে দর্শকের হৃদয়ে দাগ কেটে চলছেন। একের পর এক তার নাটক সুপার হিটের তকমা পাচ্ছে। নিলয়-হিমি জুটির নাটক মানেই উপচেপড়া উচ্ছ্বাস।

তিনি অবকাশ যাপনে ঘুরতে গেছেন কানাডায়। একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন তিনি।


এর আগে হিমিকে দেখা যায় মার্কিন পপ গায়িকা কেটি পেরির কনসার্টে। জমকালো আয়োজনের কনসার্টে তাকে দেখা গেছে ফুরফুরে মেজাজে। এরপর জনপ্রিয় কণ্ঠশিল্পী ডুয়া লিপার কনসার্টেও নজর কেড়েছেন তিনি।

 

আরও পড়ুন: ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ নিয়ে সুখবর দিলেন তৌসিফ মাহবুব


চলতি মাসের শুরুতে হিমি অংশ নিয়েছিলেন পপ তারকা ডুয়া লিপার কনসার্টে। গতকাল শুক্রবার টরন্টোর স্কোশাব্যাংক অ্যারেনা থেকে সেই কনসার্টের বেশ কিছু ছবি ও ভিডিও ফেসবুকে পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।


‘র‍্যাডিক্যাল অপটিমিজম ট্যুর’-এর অংশ হিসেবে কানাডায় ১ ও ২ সেপ্টেম্বর দুটি শো করেছেন ডুয়া লিপা। আর সেই শো দেখতেই স্কোশাব্যাংক অ্যারেনায় যান হিমি।


ছবিগুলো শেয়ার করে হিমি লিখেছেন, ‘ডুয়া লিপার কনসার্ট মিস করা যাবে না।’

 

আরও পড়ুন: সুখবর দিলেন তানজিন তিশা


তবে হিমির ইচ্ছা টেলর সুইফটের কনসার্ট দেখার। তবে সুইফটের টিকিট বিক্রি শুরু হতেই শেষ হয়ে যায় বলে কবে সেই সুযোগ পাবেন, সে অপেক্ষায় আছেন বলে জানান তিনি। হিমি বলেন, ‘টেলর সুইফটের কনসার্টের টিকিট পাওয়া মানে লটারি পাওয়া, তবে অপেক্ষায় আছি তার জন্য।’
 

]]>
সম্পূর্ণ পড়ুন