কে কত ভোট পেয়ে বিসিবি পরিচালক হলেন

৩ দিন আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদ নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী, ৩টি ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন ২৩ জন পরিচালক। ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা ও বিভাগ কোটায় নির্বাচিত হয়েছেন ১০ জন, ক্যাটাগরি-২ বা ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন ১২ জন। ক্যাটাগরি-৩ অর্থাৎ সাবেক ক্রিকেটার এবং বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কোটা থেকে নির্বাচিত হয়েছেন ১ জন। এছাড়া ক্রীড়া পরিষদ থেকে মনোনীত হয়েছেন দুজন।

সোমবার (৬ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। হোটেলের বল রুমে সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটের আনুষ্ঠানিকতা। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা হওয়ার কথা ছিল ১৯২ জন। তবে নরসিংদী থেকে কাউন্সিলর মনোনয়ন না দেয়ায় ভোটার সংখ্যা হয়েছে ১৯১ জন। ১৫টি ক্লাবের মনোনীত কাউন্সিলরদের নিয়ে জটিলতা থাকলেও আদালতের নির্দেশে গতকাল তারা ভোটাধিকার ফেরত পেয়েছেন।


বিনা প্রতিদ্বন্দ্বিতায় কয়েকটি বিভাগে নির্বাচিত হয়ে যাওয়ায় ভোট দেয়ার সুযোগ ছিল ১৫৬ জনের। নির্বাচন কমিশনের দেয়া তথ্যমতে, এই ১৫৬ জনের মধ্যে ভোট দিয়েছেন ১১৫ জন। অর্থাৎ ৭৩.৭১ শতাংশ ভোট কাস্ট হয়েছে।


ক্যাটাগরি-১ (জেলা-বিভাগ ক্যাটাগরি)

ঢাকা-
আমিনুল ইসলাম বুলবুল-১৫ (নির্বাচিত)
নাজমুল আবেদীন ফাহিম-১৫ (নির্বাচিত)
এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান-০


চট্টগ্রাম- 
আসিফ আকবর, আহসান ইকবাল চৌধুরি (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)


আরও পড়ুন: ইসফাককে বিসিবি পরিচালক বাদ দিচ্ছে এনএসসি, আগামীকাল নতুন নাম ঘোষণা 


খুলনা- 
আব্দুর রাজ্জাক, মোঃ জুলফিকার আলী খান (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত))


রাজশাহী-
মুহাম্মদ মুখলেসুর রহমান-৭ (নির্বাচিত)
হাসিবুল আলম-০
শামস আল মতিন-০


রংপুর- 
মোঃ হাসানুজ্জামান-৭ (নির্বাচিত)
মোঃ রেহাতুল আলম খোকা-০
মোঃ নূর-এ-শাহাদাত সুজন-১


সিলেট- 
রাহাত শামস (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)


বরিশাল-
মোঃ শাখাওয়াত হোসেন (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)

ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব ক্যাটাগরি)

মোট ভোট-৭৬
কাস্ট-৪২


মোঃ লুতফুর রহমান-২ 
ইশতিয়াক সাদেক-৪২ (নির্বাচিত)
আদনান রহমান দীপন-৪০ (নির্বাচিত)
ফাইয়াজুর রহমান-৪০ (নির্বাচিত)
আবুল বাশার-৪০ (নির্বাচিত)
আমজাদ হোসেন-৪১ (নির্বাচিত)
শানিয়ান তাসনিম নাভিন-৪২ (নির্বাচিত)
একে এম আহসানুর রহমান রনি-১২ 
মোঃ মোকসেদুল কামাল-৪১ (নির্বাচিত)
মোঃ ফাইজুর রহমান ভূইয়াঁ-২
এম নাজমুল ইসলাম-৩৭ (নির্বাচিত)
ইফতেখার রহমান-৩৪ (নির্বাচিত)
ফারুক আহমেদ-৪২ (নির্বাচিত)
মেজর ইমরোজ (অবঃ)-২ 
মোঃ রাকিব উদ্দিন-৭
মোঃ মনজুর আলম-৩৯ (নির্বাচিত)
মেহরাব আলম চৌধুরি-৪১ (নির্বাচিত)


ক্যাটাগরি-৩ (বিশেষ সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য)
ভোট-৪৫
কাস্ট-৪৩, একটি বাতিল


খালেদ মাসুদ পাইলট-৩৫
দেবব্রত পাল-৭

]]>
সম্পূর্ণ পড়ুন