কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

৩ সপ্তাহ আগে
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় সারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে কৃষকরা। এসময় উপজেলা কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করেছেন তারা।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ২টার দিকে উপজেলার সোনাহাট স্থল বন্দর সড়ক অবরোধ করে কৃষকরা। এছাড়াও সোনাহাট সেতু সংলগ্ন শহীদ মোড় এলাকায় সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করা হয়। 


অবরোধ চলাকালীন সময়ে ভূরুঙ্গামারী উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সারোয়ার তৌহিদকে অবরুদ্ধ করে রাখে বিক্ষোভকারীরা। এসময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকেল ৫ টার দিকে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপজন মিত্রের আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়।

আরও পড়ুন: ব্রিজ ভাঙার ৮ বছরেও ঘুম ভাঙেনি কর্তৃপক্ষের, দুর্ভোগে ১২ গ্রামের মানুষ

কৃষকরা জানান, তীব্র সার সংকট দেখা দিয়েছে। ফলে রোপা আমন ধানে সার দিতে না পেরে ক্ষতির মুখে পড়ছেন তারা। সার পাওয়া গেলেও গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। ভরা মৌসুমে জমিতে সার দিতে না পারলে বড় ক্ষতির মুখে পড়বেন বলে জানান তারা।


ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানান, অবরোধ তুলে নেয়ায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।


ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র জানান, কৃষকরা কেন সার পাচ্ছে না না তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন