কুয়েতে মদ তৈরি ও বিক্রির সাথে কোনো বাংলাদেশি জড়িত নয়: দূতাবাস

২০ ঘন্টা আগে
কুয়েতে বিষাক্ত মদপানে অন্তত ২৩ জনের মৃত্যুর ঘটনায়, অবৈধ মদ তৈরির মূলহোতা একজন বাংলাদেশি বলে প্রতিবেদনে প্রকাশিত খবর প্রত্যাখ্যান করেছে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

এ বিষয়ে যাচাই-বাছাই ছাড়া ভুল তথ্য প্রচার করে প্রবাসী বাংলাদেশিদের সুনাম নষ্ট করার মতো কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।

 

সম্প্রতি কুয়েতে মদপানে ২৩ জনের মৃত্যুর ঘটনায় ৬৭ জনকে গ্রেফতার করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয়ভাবে মদ তৈরি ও বিক্রির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

 

আরও পড়ুন:কুয়েতে রক্তদান কর্মসূচি পালন করল প্রবাসী বাংলাদেশিরা

 

গ্রেফতারকৃতদের মধ্যে এক বাংলাদেশি অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন বলেও খবর প্রকাশ করা হয়। 


তবে, কুয়েতি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এ ঘটনায় কোনো বাংলাদেশি নাগরিক জড়িত ছিল না। গ্রেফতার হওয়া ৬৭ জন ব্যক্তির মধ্যে কেউ-ই বাংলাদেশি নন, এমনকি মৃত বা আহতদের মধ্যেও কোনো বাংলাদেশি ছিল না।

 

বাংলাদেশ দূতাবাসও ঐ ঘটনায় আহত কিংবা নিহত কোন বাংলাদেশির খোঁজ পাননি। এমনকি বিভিন্ন মিডিয়ায় বাংলাদেশি মূলহোতা বলে যে প্রোপাগান্ডা চালানো হয়েছে তারও কোন সত্যতা পাননি। 

 

এদিকে, বাংলাদেশি দূতাবাস ওই প্রতিবেদনের ‘তথ্যগত ভুল এবং পক্ষপাতদুষ্ট কাঠামো’-এর নিন্দা জানিয়েছে।

 

আরও পড়ুন:কুয়েতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদ্‌যাপন

 

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন