কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইক-অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ৩

২ সপ্তাহ আগে
কুমিল্লা চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইকে ধাক্কা দেয় একটি মালবাহী ট্রাক। এ সময় তিনজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় চৌদ্দগ্রাম-লাকসাম সড়কের মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন: নাঙ্গলকোট উপজেলার মোকরা ইউনিয়নের মহেশের গ্রামের আবুল বাশার (৫৫), তার স্ত্রী মুর্শিদাবাদা বেগম (৪৮) এবং একই এলাকার সিএনজিচালিত অটোরিকশার চালক তৈয়বুর রহমান (৩৫)।


এ বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন।


আরও পড়ুন: পাবনায় বাঁশবোঝাই ট্রাকের ধাক্কায় উল্টে গেল ভ্যান, স্কুল শিক্ষার্থীসহ নিহত ৩


স্থানীয়রা জানান, চৌদ্দগ্রাম থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি মালবাহী ট্রাক চৌদ্দগ্রাম লাকসাম সড়কের মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা পশ্চিমপাড়া এলাকার মোড়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা অটোরিকশা ও একটি ইজিবাইককে ধাক্কা দেয় ওই ট্রাকটি। এতে অটোরিকশা ও ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে তিন যাত্রী মারা যান।


এ সময় আহত হয়েছেন ছয়জন। আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিস এসে উদ্ধার কাজ শুরু করে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন