এদিন সকাল থেকেই সীমান্তবর্তী বেশ কয়েকটি এলাকার অসহায় ও দুস্থ মানুষ কম্বল নেয়ার জন্য বিবির বাজার বিজিবি ক্যাম্প সংলগ্ন মাঠে জড়ো হন। বিজিবির সেক্টর কমান্ডার তাদের হাতে কম্বল তুলে দেন।
কম্বল বিতরণের বিষয়টি সমন্বয় করেন ১০ বিজিবির সহকারী পরিচালক মোঃ ইমাম হোসেন। বিজিবি জানিয়েছে, এই শীতে বিজিবির পক্ষ থেকে সীমান্তবর্তী অসহায় মানুষদের জন্য শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলছে। সামনের দিনগুলোতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
আরও পড়ুন: গাইবান্ধায় সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
প্রচণ্ড শীতে কম্বল পেয়ে সন্তোষ প্রকাশ করেন গ্রামবাসীরা। সীমান্তবর্তী অরণ্যপুর এলাকার খাদেজা বেগম বলেন, ‘শীতের কারণে খুব কষ্ট পাচ্ছিলাম। আমরা গরিব মানুষ। কম্বল কিনতে পারি না। কেউ আসে না শীতের কাপড় দিতে। আজকে বিজিবি থেকে একটা কম্বল পাইছি। কম্বলটা গায়ে দিয়ে এখন এখন একটু আরামে থাকতে পারব।’
গাজীপুর এলাকার মনোয়ারা বেগম বলেন, ‘ভাই আমাদের এলাকায় বেশ ঠান্ডা। আমরা গরিব মানুষ। সংসার চালাইতে কষ্ট হয়। কম্বল কিনব কি করে। আজকে একটা কম্বল পেলাম বিজিবি থেকে। অনেক বড় উপকার হইছে। পোলাপানগুলো গায়ে দিতে পারব।’
আরও পড়ুন: দিনাজপুরে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
]]>