বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকাল ৩টার দিকে সদর উপজেলার কীর্তনখোলা নদীতে মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা কোস্টগার্ডকে খবর দেয়।
সংবাদ পেয়ে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের আওতাধীন বিসিজি স্টেশন বরিশালের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। পরে বিকেল ৩টা দিকে ৫৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার কাজে কোস্টগার্ডের পাশাপাশি বরিশাল সদর নৌপুলিশও সহযোগিতা করে। উদ্ধার হওয়া মরদেহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল সদর নৌ-পুলিশ স্টেশনের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে উদ্ধার কাজে অংশ নেয়া নৌ-পুলিশের এসআই বেলায়েত হোসেন বলেন, ‘বরিশাল কীর্তনখোলা নদীর ৩০ গ্রাউন্ড এলাকায় একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা আমাদের জানায় পড়ে কোস্টগার্ডের সঙ্গে সমন্বয় করে আমরা মরদেহ উদ্ধার করেছি। মরদেহের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।’
আরও পড়ুন: জঙ্গলে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় যুবকের অর্ধগলিত মরদেহ
বরিশাল সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিম কুমার সিকদার জানান, কীর্তনখোলা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের একব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ কোস্টগার্ড জানিয়েছে, দেশের উপকূলীয় এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখা ও জরুরি সহায়তা প্রদানে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।