নবাব পরিবারের সদস্য সাইফের পৈতিৃক বাড়ি ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগাঁও জেলায় অবস্থিত। সেখানে অবস্থিত বিলাসবহুল পতৌদি প্রাসাদ ছাড়াও মুম্বাইয়ের বান্দ্রায় বিলাসবহুল ফ্ল্যাটের মালিক সাইফ।
বান্দ্রায় বিলাসবহুল সে ফ্ল্যাটেই বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ২টায় দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতের শিকার হন সাইফ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, বান্দ্রায় সাইফের বিলাসবহুল ফ্ল্যাটের নাম সদগুরু। ২০১৩ সালে ডেভেলপার কোম্পানি সদগুরু বিল্ডার্স থেকে প্রায় ৭০ কোটি টাকায় এটি কেনেন তিনি।
আরও পড়ুন: শিশু তৈমুর ও জেহ’র ঘরে সাইফকে কোপায় দুষ্কৃতিকারী
অভিনেতার বিলাসবহুল ফ্ল্যাটটি চার তলা জুড়ে বিশেষভাবে নির্মিত। যার প্রতিটি তলায় রয়েছে ৩ হাজার স্কয়ার ফিটের থ্রিবিএইচকে অ্যাপার্টমেন্ট। অর্থাৎ এতে তিনটি বেডরুম, একটি বলরুম এবং একটি কিচেন রয়েছে। বিলাসবহুল এ ফ্ল্যাটে রয়েছে এক্সক্লুসিভ টেরেস এবং সুইমিং পুল।
ফ্ল্যাটের পশ্চিমের স্পেশ্যাল সাইডে থাকেন সাইফ ও তার স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুর খান। ফ্ল্যাটটির প্রতি বর্গফুটের দাম ভারতীয় মুদ্রায় ৭০ হাজার রুপি।
আরও পড়ুন: সাইফকে কুপিয়েছে কে, তদন্তে বেরিয়ে এলো হামলাকারীর ছবি
আকাশে তারার সৌন্দর্য দেখার এ ফ্ল্যাটটির ইন্টেরিয়র ডিজাইন চোখ ধাঁধানো। সৌখিন সব সাহিত্যের বই ও পেইন্টিং দিয়ে সাজানো হয়েছে ফ্ল্যাটটি। রয়েছে পার্টি উদযাপনের আধুনিক সব ব্যবস্থাও।
নিজের এই সুরক্ষিত ফ্ল্যাটেই ভয়াবহ হামলার শিকার হলেন সাইফ আলী খান। গুরুতর জখম নিয়ে বর্তমানে তিনি মুম্বাইয়ের লিলাবতি হাসপাতালে চিকিৎসাধীন।
]]>