কিশোরগঞ্জের বিসিক শিল্পনগরীর বেহাল দশা

৪ সপ্তাহ আগে
গ্যাস ও বিদ্যুৎসহ নানা সমস্যায় জর্জরিত কিশোরগঞ্জের বিসিক শিল্পনগরী। প্রতিষ্ঠার ৩৭ বছর পরও পড়ে আছে অনেক প্লট। বরাদ্দ পাওয়া প্লটগুলোর কোনটায় উৎপাদন বন্ধ, আর কোনটা চলছে ধুঁকে ধুঁকে। তবে সমস্যা সমাধানে তৎপর রয়েছেন বলে দাবি কর্তৃপক্ষের।

এ শিল্পনগরীতে এখনও ফাঁকা পড়ে আছে বেশিরভাগ প্লট। কোনটির ইউনিটে কারখানা গড়ে তোলা হলেও বন্ধ রয়েছে উৎপাদন। ভাঙাচোরা রাস্তার দুপাশ যেন পরিণত হয়েছে জঙ্গলে।

 

দারিদ্র্যমুক্ত কিশোরগঞ্জের স্বপ্নে পূরণে ৩৭ বছর আগে গড়ে তোলা হয় এ শিল্পনগরী। এখানকার ১৫০টি প্লটের মধ্যে বর্তমানে চালু আছে ৯০টি; খালি পড়ে আছে ১০টি।

 

আরও পড়ুন: সন্ধ্যাপাড়ের শিল্পনগরী জমে উঠবে কবে?

 

বরাদ্দ দেয়া প্লটের ২৫টি এখনও নির্মাণাধীন, আর কাজই শুরু হয়নি ১৩টির। সব মিলিয়ে ৬৫টি শিল্প ইউনিটের মধ্যে উৎপাদনে রয়েছে ৩৪টি। শিল্প উদ্যোক্তারা বলছেন, গ্যাস, বিদ্যুৎ ও পানিসহ নানা সংকট রয়েছে এখানে। এতে উৎপাদন কাজে ব্যাঘাত ঘটছে। ফলে শিল্পনগরীতে কারখানা স্থাপনে আগ্রহ কমে যাচ্ছে।

 

এ পরিস্থিতিতে বন্ধ শিল্প ইউনিটগুলো চালুর পাশাপাশি নির্মাণ কাজ শুরু না করা শিল্প ইউনিটের বরাদ্দ বাতিলের উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানান শিল্পনগরীর কর্মকর্তা খোদেজা আক্তার। তিনি বলেন, গ্যাসের চাপ কম থাকায় উদ্যোক্তারা আগ্রহ হারাচ্ছেন। তাই নির্মাণ কাজ শুরু না করা শিল্প ইউনিটের বরাদ্দ বাতিলের কথা ভাবা হচ্ছে।

 

উল্লেখ্য, ১৯৮৭ সালের ১১ জানুয়ারি কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া এলাকায় প্রায় ২১ একর জমিতে গড়ে তোলা হয় এ শিল্প নগরী।

]]>
সম্পূর্ণ পড়ুন