কিশোরগঞ্জে সড়কের পাশে পড়ে ছিল নারীর মরদেহ, পরিচয় জানে না কেউ

৩ দিন আগে
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ে (৩৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (০৬ অক্টোবর) সকালে উপজেলার ছয়সূতী ও দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডের মাঝামাঝি ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে কাঁঠালতলী এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তবে মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল পর্যন্ত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।


কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হেলাল উদ্দিন জানান, সকাল ৮টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


আরও পড়ুন: খুলনায় নিজ বাড়ি থেকে বৃদ্ধার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার


ভৈরব হাইওয়ে থানার এসআই শামীম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন