শনিবার (৪ অক্টোবর) বিকেলে হোসেনপুরে উপজেলার জিনারী এলাকায় গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় বক্তারা বলেন, ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও মাদকসেবিদের হাতে নিহত রামেলের খুনিদের ধরতে পারেনি পুলিশ। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান তারা। নিহতের বাবা-মা, আত্মীয়-স্বজনসহ এলাকার বিশিষ্টজনেরা এতে অংশ নেন। পরে বাড়ির সামনের সড়কে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
আরও পড়ুন: কটিয়াদীতে প্রতিবন্ধী খুরশিদ মাঝির জীবনযুদ্ধে পাশে দাঁড়ালেন ইউএনও
মাদক সেবনে বাধা দেয়ায় গত সপ্তাহে হোসেনপুর উপজেলার তেতুলিয়া গ্রামের লাল মিয়ার ছেলে মো. নাঈমের সঙ্গে পাশের জিনারী গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে রামেলের তর্কাতর্কি হয়। এ ঘটনার জের ধরে গত ৩০ সেপ্টেম্বর স্থানীয় বেলথৈল মাঠে ক্রিকেট খেলে বাড়ি ফেরার পথে নাঈমের নেতৃত্বে একদল সন্ত্রাসী রামেলের ওপর হামলা চালায়। এ সময় ছুরিকাঘাতে নিহত হন রামেল (২৫)।
এ ঘটনায় গত ৩ অক্টোবর নিহতের বাবা বাদী হয়ে পাশের তেঁতুলিয়া গ্রামের মো. নাঈমসহ (২২) ৭ জনকে আসামি করে হোসেনপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। এ ঘটনায় এখনও কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
হোসেনপুর থানার ওসি মারুফ হোসেন জানান, মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।