রোববার (১৯ অক্টোবর) সকলে উপজেলার শিমুলবাঁক গ্রামের পাশে ওই নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শ্রীকৃষ্ণ দাস ইটনা উপজেলার এলংজুরী ইউনিয়নের বড়হাটি গ্রামের মৃত রসিক দাসের ছেলে। দুই বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে শ্রীকৃষ্ণ দাসের স্ত্রী মারা যান। তিনি একটি মেয়ে ও দুই ছেলেকে নিয়ে জীবিকা নির্বাহ করছিলেন।
আরও পড়ুন: জীবিকার তাগিদে অসুস্থতা নিয়েও মাছ ধরতে যান শ্রীকৃষ্ণ, হঠাৎ নিখোঁজ
জানা যায়, শ্রীকৃষ্ণ দাস গত শুক্রবার সকাল ৭টার দিকে নিজের বাড়ির পাশের ধনু নদীতে একটি ডিঙি নৌকায় মাছ ধরতে যান। একঘণ্টা পর অন্য জেলেরা দেখতে পান, তার নৌকায় জাল ও মোবাইল ফোন পড়ে আছে, কিন্তু শ্রীকৃষ্ণ দাস নেই।
খবর পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার অভিযানে নামেন। পরে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সন্ধ্যা হলেও উদ্ধার অভিযান পরিচালনা করে শ্রীকৃষ্ণ দাসের কোনো সন্ধান পাওয়া যায়নি।
আরও পড়ুন: বাউফলে নিখোঁজের পরদিন ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার
পরে আজ রোববার সকালে স্থানীয়রা নদীতে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করা করে।
ইটনা ধনপুর নৌপুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিখিল চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিখোঁজের খবর পাওয়ার পর থেকেই আমরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছিলাম। অবশেষে আজ সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

২ সপ্তাহ আগে
৬








Bengali (BD) ·
English (US) ·