কাশ্মীরে আটকা মাধবন!

১ সপ্তাহে আগে
বৈরী আবহাওয়ায় কাশ্মীরের লেহ-লাদাখে আটকা পড়েছেন বলিউড অভিনেতা আর মাধবন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতা জানান টানা চার দিন ধরে সেখানে আটকা রয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন থেকে জানা যায়, ভারী বর্ষণে জম্মু ও কাশ্মীর বিপর্যস্ত, বিমান চলাচল বন্ধ। সেতু ভেঙে পড়েছে, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থাও বিপর্যস্ত। মোবাইল টাওয়ার, বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে।

 

এমন প্রাকৃতিক দুর্যোগের মাঝেই বুধবার (২৭ আগস্ট) ইনস্টাগ্রামের স্টোরিতে লাদাখের আকাশের একটি ছবি আপলোড করেন মাধবন। ক্যাপশনে লেখেন,

আগস্ট শেষ। আর লাদাখের পাহাড়ের চূড়ায় ইতিমধ্যেই বরফ জমেছে। চার দিনের অবিরাম বৃষ্টিতে লেহ থেকে বিমান চলাচল বন্ধ তাই আমি আটকে পড়েছি।

 

রাজকুমার হিরানির ‘থ্রি ইডিয়টস’র সিনেমার শুটিংয়ে এখানেই এসেছিলেন মাধবন। পুরনো সে স্মৃতি মনে করে মাধবন তার স্টোরিতে লেখেন,

আমি যখনই লাদাখে শুটিং করতে এসেছি, যেমন ২০০৮-এ তিন দিনের শিডিউলে এসেছিলাম, হঠাৎ তুষারপাত শুরু হলে আমরা পালিয়ে যেতে বাধ্য হই। তবে লেহ-লাদাখের অপার প্রাকৃতিক সৌন্দর্য আমাকে মুগ্ধ করে। আশা করি, আকাশ পরিষ্কার হবে, বিমান নামবে আর আমি বাড়ি ফিরতে পারবো।

 

আরও পড়ুন: প্রতারণার অভিযোগে শাহরুখ-দীপিকার নামে মামলা করলেন আইনজীবী

 

এদিকে প্রশাসন জানিয়েছে, সমস্যার মাত্রা দিন দিন বাড়ছে। কেন্দ্রশাসিত অঞ্চলের বিস্তীর্ণ অংশে টেলিকম পরিসেবা ভেঙে পড়েছে। লক্ষ লক্ষ মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে। শুধু তাই নয়, একাধিক পাহাড়ি রাস্তায় ভূমিধস হওয়ায় জাতীয় সড়কে যান ও ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। 

 

আরও পড়ুন: কার সঙ্গে শেষবার দেখার ইঙ্গিত দিলেন প্রিয়াঙ্কা চোপড়া

]]>
সম্পূর্ণ পড়ুন