রোববার (১৯ অক্টোবর) সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ রফতানি ও আমদানি পণ্য নষ্ট হয়ে ব্যবসায়ী মহলে যে বিপর্যয় সৃষ্টি হয়েছে, তা সামাল দিতে সরকারের পক্ষ থেকে দ্রুত ও পর্যাপ্ত সহায়তা প্রয়োজন।
এফবিসিসিআই আশা প্রকাশ করেছে, ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের ক্ষয়ক্ষতি নিরূপণ করে দ্রুত পুনর্বাসনের পদক্ষেপ নেবে সরকার, যাতে রফতানি কার্যক্রম ব্যাহত না হয় এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের ভাবমূর্তি অক্ষুণ্ন থাকে।
আরও পড়ুন: একের পর এক আগুন: পরিকল্পিত ষড়যন্ত্রে বিদেশে ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা নয় তো?
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন ২৭ ঘণ্টা পর পুরোপুরি নিভেছে।
রোববার বিকেলে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের অপারেশন ও মেনটেইন্যান্স শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
আরও পড়ুন: বিমানবন্দরের কার্গো ভিলেজে ছিল না আগুন ডিটেকশন সিস্টেম: লে. কর্নেল তাজুল
তিনি বলেন, শনিবার আগুন লাগার খবর পেয়ে আমরা একে একে ৩৭টা ইউনিট এখানে অক্লান্ত পরিশ্রম করে, শনিবার রাত ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনি। আমরা ৪টা ৫৫ মিনিটে (রোববার) এটা সম্পূর্ণ নির্বাপণ ঘোষণা করেছি।
এদিকে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকার বেশি হতে পারে বলে অনুমান করছেন তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ’র নেতারা।
তারা বলেছেন, এ দুর্ঘটনায় দেশের রফতানি বাণিজ্য, বিশেষ করে তৈরি পোশাকশিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 
রোববার বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি ইনামুল হক খানের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল পরিদর্শন করে। পরিদর্শন শেষে বিজিএমইএ নেতারা এসব কথা বলেন।
আরও পড়ুন: বিমানবন্দরে লাগা আগুনে পুড়লো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম
কী পরিমাণ পণ্য পুড়েছে, তার চেয়েও বহুগুণ ক্ষতির মুখে পড়ার শঙ্কা তৈরি পোশাক শিল্প মালিকদের। তারা বলছেন, এতে ক্রেতাকে দেয়া প্রতিশ্রুতি রক্ষায় গুণতে হতে পারে মাশুল, বন্ধ হতে পারে অনেক কারখানার উৎপাদন। আবার ক্রয়াদেশ সরে যেতে পারে অন্য দেশে।
 
বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিকেএমইএ) নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, ‘এই দুর্ঘটনা বহিঃবিশ্বের বায়ারদের কাছে দেশের ইমেজ সংকটে ফেলবে। বিমানবন্দরের মতো এমন জায়গায় অগ্নি নির্বাপণ ব্যবস্থা কতটা অরক্ষিত সেটা স্পষ্ট হয়ে উঠেছে।’
আগুনে ছোট ও অনলাইন উদ্যোক্তাদের ক্ষতির পরিমাণ তুলনামূলক বেশি বলেও জানান এই ব্যবসায়ী নেতা।
তিনি আরও বলেন, ‘সরকারের একটা শক্তিশালী পদক্ষেপ নেয়া দরকার। দায়ীদের বিরুদ্ধে দ্রুত শাস্তির ব্যবস্থা নেয়া গেলে দেশের ভাবমূর্তি অনেকাংশে ঠিক থাকবে।’

                        ২ সপ্তাহ আগে
                        ৪
                    







                        Bengali (BD)  ·       
                        English (US)  ·