কারাগারে সাবেক এমপি মোজাম্মেল

৪ দিন আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকার আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় গ্রেফতার শরীয়তপুর-১ আসনের সাবেক এমপি বিএম মোজাম্মেল হককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৬ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তেজগাঁও বিভাগের পরিদর্শক জাহাঙ্গীর আলম মোজাম্মেল হককে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। 

 

আবেদনে বলা হয়, মোজাম্মেল হক ৫ আগস্ট আদাবর থানা এলাকায় সরকারবিরোধী আন্দোলন দমনের দায়িত্বে নিয়োজিত ছিলেন। ওইদিন সহিংসতায় গামেন্টস কর্মী রুবেলের মৃত্যুর ঘটনায় এ আসামি জড়িত ছিল মর্মে তথ্য-উপাত্ত পাওয়া যায়। তাকে রোববার ঢাকার নিকেতন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

 

তাকে পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে। তার বিরুদ্ধে ৮টি মামলার তথ্য পাওয়া গেছে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

 

আরও পড়ুন: দাউদকান্দির সাবেক উপজেলা চেয়ারম্যান সুমন ঢাকায় গ্রেফতার

 

মোজাম্মেল হকের পক্ষে আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। তবে মামলার মূল নথি না থাকায় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মূল নথি পাওয়া সাপেক্ষে জামিনের বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছেন মোজাম্মেল হকের আইনজীবী লিটন মিয়া।
 

]]>
সম্পূর্ণ পড়ুন