সোমবার (১৮ আগস্ট) বিকেলে শিবগঞ্জ পৌরসভার চক দৌলতপুরে এ ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন: চক দৌলতপুরের মো. মোরসালিনের স্ত্রী মোছা. মুরশিদা খাতুন (২৯) ও তাদের ছেলে মো. মুজাহিদ হোসেন (১০)।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে কৃষক হত্যার দায়ে আসামির যাবজ্জীবন
ওসি জানান, বাড়ির আঙিনায় কাপড় শুকাতে দিতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে যান মুরশিদা খাতুন। এসময় তাকে রক্ষায় এগিয়ে আসে তার ছেলে মুজাহিদ। সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, আইনি পদক্ষেপ নেয়ার পর মা-ছেলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
]]>