কাদের সেফ এক্সিট দরকার, তাদের তালিকা চাইলেন রিজভী

১ দিন আগে
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, উপদেষ্টাদের মধ্যে কারা দুর্নীতি করছে, অর্থপাচার করছে, কাদের সেফ এক্সিটের দরকার পড়ছে তাদের তালিকা দিন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি পাগলাটারি গ্রামের প্রবীণ তেলী মোস্তাকিন আলীকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দুটি অটোরিকশা ও নগদ ৫০ হাজার টাকা তুলে দেন রিজভী । এছাড়াও দুইজন শহীদ পরিবারকে অর্থিক সহযোগিতা করেন।
 

তিনি আরও বলেন, নাহিদ ইসলাম যদি নামের তালিকা না দেন, তবে এসব কথা বলে সরকারকে কেন বিব্রতকর পরিস্থিতিতে ফেলছেন সে প্রশ্নও তোলেন বিএনপির এই শীর্ষ নেতা। 


আরও পড়ুন:  খালেদা জিয়া রাষ্ট্রপতি, তারেক প্রধানমন্ত্রী হবেন–লালুর বক্তব্যে কী বলছে বিএনপি


এসময় রুহুল কবির রিজভী বলেন, ‘যারাই দুর্নীতি করবে, অর্থপাচার করবে তাদেরই সেফ এক্সিটের প্রয়োজন পড়বে। বক্তব্যে বেগম খালেদা জিয়ার কখনোই সেফ এক্সিটের প্রয়োজন পড়েনি জানিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক প্রজ্ঞার প্রশংসা করেন তিনি।
 

তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে শত সহস্র অপপ্রচারের পরও তারেক রহমান কোনো রাজনৈতিক দলের নামধরে অভিযোগ করেননি। এটাকে পলিটিক্যাল ডেভেলপমেন্ট বলেও মনে করেন বিএনপির এ শীর্ষ নেতা। এসময় উত্তরের জেলা নীলফামারীতে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া গুম, খুন ও রাজনৈতিক নিপীড়নের জন্য সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে দায়ী করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
 

]]>
সম্পূর্ণ পড়ুন