শনিবার (১৩ সেপ্টেম্বর) ব্রিটেন ও ইসরাইলের উদ্দেশ্যে রওয়া হওয়ার আগে সাংবাদিকদের রুবিও বলেন, স্পষ্টতই, আমরা এতে (কাতারে হামলা) খুশি ছিলাম না; প্রেসিডেন্টও এতে খুশি ছিলেন না।
তিনি বলেন, ‘এতে ইসরাইলিদের সাথে আমাদের সম্পর্কের ধরন পরিবর্তন করবে না, তবে আমাদের এটি নিয়ে কথা বলতে হবে - বিশেষ করে যুদ্ধবিধ্বস্ত গাজায় যুদ্ধবিরতিতে পৌঁছানোর কূটনৈতিক প্রচেষ্টার উপর এর কী প্রভাব হতে পারে।’
আরও পড়ুন: জিম্মি চুক্তির পথে প্রধান বাধা নেতানিয়াহু
গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) গাজায় মার্কিন প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য অনুষ্ঠিত এক বৈঠকের সময কাতারের রাজধানী দোহায় হামাসের একটি অফিস ভবনকে লক্ষ্যবস্তু করে বিমান হামলা চালায় ইসরাইল।
ওই হামলায় ছয়জন নিহত হন, যার মধ্যে রয়েছেন সিনিয়র হামাস নেতা খলিল আল-হাইয়ার ছেলে হুমাম, তিনজন দেহরক্ষী এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা। হামলার জেরে পুরো অঞ্চলে উত্তেজনা তীব্রভাবে বেড়ে গেছে।
আরও পড়ুন: কাতারে হামলার জেরে দুবাই এয়ার শোতে নিষিদ্ধ ইসরাইল
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৬৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র ও মিশরের সঙ্গে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে কাতার।