শনিবার (৪ অক্টোবর) দুপুর তিনটার দিক ট্যানেলের পতেঙ্গা প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শহরের পতেঙ্গা প্রান্ত দিয়ে আনোয়ারা প্রান্ত যাচ্ছিল পর্যটনবাহী বাসটি। এ সময় দ্রুতগতিতে চলার কারণে তা ভেতরে উল্টে যায়। এতে কমপক্ষে চারজন আহত হয়েছে। তবে দুর্ঘটনায় টানেলের ক্ষয়ক্ষতি হয়নি। পরে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় ট্যানেলে যান চলাচল বন্ধ হয়ে যায় কিছুক্ষণ।
আরও পড়ুন: পার্বত্য চট্টগ্রামে সামরিক নিরাপত্তা জোরদারের দাবি জমিয়তের
কর্ণফুলী টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্র্যাফিক) গোলাম সামদানী হিমেল বলেন, ‘একটি যাত্রীবাহী বাস পতেঙ্গা প্রান্ত থেকে যাত্রী নিয়ে আনোয়ারা প্রান্তের দিকে যাচ্ছিলো। অতিরিক্ত গতির কারণে বাসটি উল্টে যায়। এতে ৩ থেকে ৪ জন আহত হয়েছে। তবে কারো অবস্থা গুরুতর নয়।
২০২৩ সালের অক্টেবর মাসে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত এ ট্যানেল উদ্বোধন করা হয়।
]]>