কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি'র পক্ষ থেকে সাজেদা ফাউন্ডেশনের মাধ্যমে কিডনি ডায়ালাইসিস রোগীদের সহায়তা

৪ সপ্তাহ আগে
কিডনি ডায়ালাইসিস রোগীদের আর্থিক সহায়তায় বেসরকারি প্রতিষ্ঠান সাজিদা ফাউন্ডেশনের মাধ্যমে ১৫ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।

কিডনি জটিলতা সংক্রান্ত বিষয়ে কোনো রোগী যেন আর্থিক বাধার সম্মুখীন না হন, সেটি বিবেচনা করেই এ সহায়তা দেয়া হয় বলে জানান আয়োজকেরা।


মঙ্গলবার (২৬ নভেম্বর, ২০২৪) সাজেদা ফাউন্ডেশনের গুলশান কার্যালয়ে কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটির অংশ হিসেবে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে কিডনি ডায়ালাইসিস পরিষেবা নিশ্চিত করতে স্বাস্থ্য খাতে সাজেদা ফাউন্ডেশনকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

 

আরও পড়ুন: ইউরিক অ্যাসিড বেড়েছে কিনা বলে দেবে ৩ লক্ষণ


অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মসিহুল হক চৌধুরীর হাত থেকে পে-অর্ডারটি গ্রহণ করেন সাজেদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহেদা ফিজ্জা কবির।


এ সময় অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন