বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে প্রতিপক্ষের মাঠ ভইথ অ্যারেনা থেকে ২-০ ব্যবধানের জয় তুলে এনেছে তারা। জয়সূচক গোল দুটি করেছেন ক্রিস্টিফোর এনকুনকু ও মিখাইলো মুদ্রিক।
শুরু থেকে আধিপত্যের ম্যাচে অবশ্য গোলের দেখা পেতে বেশ অপেক্ষা করতে হয় চেলসিকে। কয়েকটা সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি হেইডেনহেইম।
এদিন ম্যাচের ১৭তম মিনিটে সতীর্থের পাস বক্সে পেয়ে, পেনাল্টি এরিয়া থেকে শট নেন মার্ক গিইউ। দারুণভাবে ঠেকিয়ে দেন হেইডেনহেইমের কেভিন গোলরক্ষক মুলার। ছয় মিনিট পর ডুসবারি-হলের জোরালো শটও ঠেকিয়ে দেন মুলার। ২৫তম মিনিটে দারুণ এক আক্রমণে উঠে বক্সে ঢুকেন হেইডেনহেইমের মিডফিল্ডার পল ভান্নার। তবে তার জোরালো শটটি ফিরিয়ে দেন চেলসি গোলরক্ষক ফিলিপ ইউর্গেনসেন।
আরও পড়ুন: আলাবা কারভাহাল চুয়ামেনি মিলিটাও রদ্রিগো ভিনিসিউস—এবার কামাভিঙ্গা
বিরতির পর ৫১তম মিনিটে গিয়ে সফল হয় চেলসি। বাঁ প্রান্ত ধরে দারুণ এক আক্রমণে উঠে বক্সে সাঞ্চোর উদ্দেশে পাস দেন ডুসবারি-হল। তিনি ছোট ক্রস বাড়িয়ে দেন ক্রিস্টোফার এনকুনকুর উদ্দেশে। বল দখলে নিয়ে নিখুঁত এক শটে জালে জড়ান ফরাসি ফরোয়ার্ড।
৬৯তম মিনিটে ইউর্গেনসেনের কল্যাণে গোল হজম থেকে রক্ষা পায় চেলসি। ওয়ান অন ওয়ান পজিশনে বল পেয়েও ইউর্গেনসেনের বাধায় বল জালে জড়াতে ব্যর্থ হন ভান্নার।
৮৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে চেলসি। সতীর্থ থেকে বল দখলে নিয়ে হেইডেনহেইমের চার ডিফেন্ডারের পাশ কাটিতে বক্সে ঢুকে বল দেন মিখাইলো মুদ্রিককে। তার জোরালো শট ফেরানোর কোনো সুযোগ পাননি মুলার।
আরও পড়ুন: জর্জিয়ার প্রেসিডেন্ট হচ্ছেন ম্যানসিটির সাবেক স্ট্রাইকার
ম্যাচের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড়কে পেছন থেকে টেনে ধরে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন কেসারে কাসাদেই। ম্যাচের এক মিনিট বাকি থাকতে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। ৪ ম্যাচের সবকটি জিতে ১২ নিয়ে কনফারেন্স লিগের শীর্ষে অবস্থান করছে চেলসি
]]>