ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে রেড রোড পূজা কার্নিভালে অংশ নেন প্রসেনজিৎ।
এদিকে ভারতের উত্তরবঙ্গে চলছে ভয়াবহ বন্যা পরিস্থিতি। জমকালো অনুষ্ঠানে অংশ নেয়ার পর প্রাকৃতিক এ দুর্যোগ নিয়ে ফেসবুকে বার্তা দিতেই অভিনেতাকে কটাক্ষ করতে শুরু করেন নেটিজেনরা।
কমেন্ট বক্স স্ক্রল করে জানা যায়, পূজার জমকালো কানির্ভাল অনুষ্ঠানে অংশ নিয়ে নেচে গেয়ে স্টেজ মাতিয়ে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করায় ক্ষেপেছেন ভক্তরা। বিষয়টি মেনে নিতে পারেননি নেটিজেনরাও।
এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে মুখ খুলেছেন অভিনেতার বোন পল্লবী চট্টোপাধ্যায়। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন,
কানির্ভালে যোগ দিলে কি উত্তরবঙ্গের জন্য শোকপ্রকাশ করতে নেই? আমি কখনওই দাদার কোনও বিষয়ে বক্তব্য জানাই না। পুরোটাই দাদার ব্যক্তিগত ব্যাপার। তাই এ বিষয়েও কিছু বলতে চাইছি না।
প্রশ্ন ছুঁড়ে দিয়ে পল্লবী আরও বলেন,
সমাজমাধ্যমে এখন সবাই লিখতে পারেন। মতপ্রকাশের স্বাধীনতাও রয়েছে। আমরা কাউকে চিনি না। কিন্তু আমার প্রশ্ন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে আমন্ত্রণ জানালে সেই আমন্ত্রণ কি প্রত্যাখ্যান করা উচিত?
আফসোস করে তিনি বলেন,
দেশে প্রাকৃতিক বিপর্যয় নতুন নয়। বিশ্ব উষ্ণায়নে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। প্রকৃতি তো শোধ নেবেই।
আরও পড়ুন: অভিনেত্রী পূজার অভিযোগে প্রযোজক গ্রেফতার
সবশেষে বন্যার ভয়াবহতা নিয়ে অভিনেতার বোন বলেন,
আবহাওয়ার পূর্বাভাস দেয়া হয়েছিল। তখন থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিলে এত বড় বিপর্যয় হয়তো না-ও হতে পারতো। আমাদের উচিত আগাম সতর্ক থাকা।
আরও পড়ুন: শুভশ্রী-রুক্মিণী নন, দেবের প্রথম ক্র্যাশ অন্য এক অভিনেত্রী!
]]>