বুধবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত শহরের বাজারঘাটা ও বড় বাজার এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান।
এসময় সঙ্গে ছিলেন র্যাব-১৫ এর কোম্পানি কমান্ডার মেজর নাজমুল ইসলাম।
আরও পড়ুন: জুলাই অভ্যুত্থান দিবসে কক্সবাজারে এনসিপি নেতারা, ‘ব্যক্তিগত সফর’ বলছেন পাটওয়ারী
এসময় র্যাব জানায়, সপ্তাহখানেক আগে শহরের বাজারঘাটা, বড় বাজার এলাকায় পলিথিন উৎপাদন, মজুত ও বিপণন বন্ধে সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি সতর্ক করা হয় ব্যবসায়ীদের। এরপরও ব্যবসায়ীরা পলিথিন মজুত ও বিপণন করছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়েছে।