কক্সবাজারে ৪৮১ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা

৬ দিন আগে
কক্সবাজার শহরে র‌্যাব ও পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে বিভিন্ন গুদামে মজুত রাখা ৪৮১ কেজি পলিথিন জব্দ করেছে। এসময় ৩টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত শহরের বাজারঘাটা ও বড় বাজার এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান।


এসময় সঙ্গে ছিলেন র‌্যাব-১৫ এর কোম্পানি কমান্ডার মেজর নাজমুল ইসলাম।

আরও পড়ুন: জুলাই অভ্যুত্থান দিবসে কক্সবাজারে এনসিপি নেতারা, ‘ব্যক্তিগত সফর’ বলছেন পাটওয়ারী

এসময় র‌্যাব জানায়, সপ্তাহখানেক আগে শহরের বাজারঘাটা, বড় বাজার এলাকায় পলিথিন উৎপাদন, মজুত ও বিপণন বন্ধে সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি সতর্ক করা হয় ব্যবসায়ীদের। এরপরও ব্যবসায়ীরা পলিথিন মজুত ও বিপণন করছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন