কক্সবাজারে ছিনতাইয়ের অভিযোগে চাকরিচ্যুত পুলিশ সদস্য আটক

১ সপ্তাহে আগে
কক্সবাজার শহরের কলাতলীতে ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চাকরিচ্যুত এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে শহরের কলাতলী আদর্শগ্রাম এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান।


আটক ইমন চৌধুরী (২১) চট্টগ্রামের মিরসরাই উপজেলার মসজিদিয়া এলাকার মৃত ইমরান চৌধুরীর ছেলে।

ওসি ইলিয়াছ খান বলেন, ‘বিকেলে কক্সবাজার শহরের কলাতলী আদর্শগ্রাম এলাকায় রমজান আলী এক নামে যুবকের কাছ থেকে একটি স্মার্ট মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা চালায় অপর এক যুবক। এ সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে ওই যুবককে ধরে পুলিশকে অবহিত করা হয়। পরে তাকে হেফাজতে নেয় পুলিশ।’


আরও পড়ুন: আসামি ধরতে গিয়ে অস্ত্র-ওয়াকিটকি খোঁয়া, বরখাস্ত ৬ পুলিশ সদস্য


আটক ইমরান চৌধুরী কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। গত ২০২৪ সালে তিনি চাকরিচ্যুত হন। বর্তমানে তিনি কক্সবাজার পুলিশ লাইনসের সামনে একটি ভাড়া বাসায় বসবাস করেন। আটক ইমরান চৌধুরী পুলিশ সদস্য পরিচয়ে স্থানীয়ভাবে ছিনতাই, চাঁদাবাজি ও হয়রানিসহ নানা অপরাধে জড়িত রয়েছেন বলে অভিযোগ রয়েছে।


এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি ইলিয়াছ খান।

]]>
সম্পূর্ণ পড়ুন