ওএসডি হলেন এনবিআরের সেই বেলাল হোসাইন

১ দিন আগে
দুর্নীতির মামলার মুখে এনবিআরের সদস্য ও কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট বেলাল হোসেন চৌধুরীকে ওএসডি করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ শুল্ক-২ শাখা দেয়া এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, কাস্টমস, এক্সাইজ এবং মূল্য সংযোজন কর আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সদস্য) হিসেবে নিয়োগ করা হলো।

 

এরআগে, বুধবার (৮ অক্টোবর) এনবিআরের সদস্য বেলাল হোসাইন চৌধুরীকে দায়িত্ব থেকে সরিয়ে কাস্টমস, এক্সাইজ ও মূল্য সংযোজন কর আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট হিসেবে বদলি করা হয়।

 

তার বিরুদ্ধে প্রায় ৫ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মঙ্গলবার (৭ অক্টোবর) মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির উপপরিচালক মো. সাইদুজ্জামান কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন।

 

আরও পড়ুন: দুদকের মামলার পরদিন এনবিআর সদস্য বেলালকে আপিল ট্রাইব্যুনালে বদলি

 

মামলার এজাহারে বলা হয়, বেলাল হোসাইন তার দাখিল করা সম্পদ বিবরণীতে ৪ কোটি ৬০ লাখ ১৯ হাজার ৭১৩ টাকার সম্পদের ‘তথ্য গোপন’ করেছেন। সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ‘দুর্নীতির মাধ্যমে’ এসব সম্পদ অর্জন করলেও তা প্রকাশ না করে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য’ দিয়েছেন। বেলাল হোসাইন জ্ঞাত ‘আয়বহির্ভূত’ মোট ৪ কোটি ৯৭ লাখ ৫১ হাজার ৩৯৬ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন।

 

আরও পড়ুন: দুদকের অনুসন্ধান শুরু / সাবেক ডিজির ‘ঘুষ বাণিজ্য’: এলজিআরডি অডিট আপত্তির বিনিময়ে ২০ লাখ!



কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিল ট্রাইব্যুনাল হলো এনবিআরের অধীনে একটি আধা-বিচারিক প্রতিষ্ঠান। যার মূল কাজ আপিল শুনানি ও নিষ্পত্তি করা। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সংক্রান্ত বিষয়ে কমিশনার (আপিল) বা অন্যান্য কর্তৃপক্ষের সিদ্ধান্তে অসন্তুষ্ট করদাতারা বা ব্যবসায়ীরা এখানে আপিল করতে পারেন। ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট আপিল শুনানি পরিচালনা ও রায়ের মাধ্যমে শুল্ক ও ভ্যাট সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করেন। 

]]>
সম্পূর্ণ পড়ুন