এশিয়া কাপের আগেই কমপ্লিট দল চান ফাহিম

৩ সপ্তাহ আগে
আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। বিশ্বকাপ সামনে রেখে বেশি বেশি টি-টোয়েন্টি খেলার পরিকল্পনা নিয়ে হাঁটছে বাংলাদেশ। ২০২৪ এর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সিরিজ পর্যন্ত চারটি সিরিজ মিলিয়ে এখন পর্যন্ত ১৪টি টি-টোয়েন্টি খেলেছে টাইগাররা। পারফরম্যান্স অবশ্য আশাবাদী করে তুলতে পারছে না। এই সময়ে মাত্র পাঁচটি ম্যাচ জেতা বাংলাদেশ সিরিজ হেরেছে সংযুক্ত আরব আমিরাতের মতো পুঁচকে দলের বিপক্ষেও।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে দারুণ চমক দেখিয়েছিল বাংলাদেশ। কিন্তু এরপর পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারার লজ্জায় পড়তে হয়েছে টাইগারদের।


বিশ্বকাপের মাত্র আর এক বছর বাকি। কিন্তু বাংলাদেশের ব্যাটিং অর্ডার এখনও স্থিতিশীল নয়। টিম ম্যানেজমেন্টের হাতে দল নিয়ে পরীক্ষানিরীক্ষার খুব বেশি সময়  নেই। তবে এশিয়া কাপের আগেই আরও কিছু ক্রিকেটারকে পরখ করে দেখার ইঙ্গিত দিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।


বুধবার (১৬ জুলাই) বিকেলে মিরপুরে সংবাদ সম্মেলনে ফাহিম বলেন, ‘এশিয়া কাপের (এ বছরের সেপ্টেম্বরে হওয়ার কথা) আগে একটা কমপ্লিট দল চাইব। সেখান থেকে খুব বেশি পরিবর্তন আমরা চাইব না। যদি খুব বেশি প্রয়োজন হয়, সেটা ভিন্ন কথা। তবে আমরা বিশ্বকাপ পর্যন্ত চাইব একটা ধারাবাহিকতা যেন থাকে এবং অপ্রয়োজনীয় পরিবর্তন যেন না আসে। পরীক্ষা–নিরীক্ষার বিষয় যেন না আসে। কারণ, একটু স্ট্যাবল হওয়ারও প্রয়োজন আছে। আশা করব, খুব বেশি পরীক্ষা–নিরীক্ষা হবে না।’


আরও পড়ুন: সোহান নির্বাচকদের সুনজরেই আছেন: ফাহিম


পাকিস্তান সিরিজের পর আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। কিন্তু সে সফর স্থগিত হওয়ায় এখন ভিন্ন চিন্তা করছে বিসিবি। এই ফাঁকা সময়টায় জাতীয় দলের জন্য নতুন দলের খোঁজ করছে তারা। এমনকি দেশের বাইরেও ছোট পরিসরে ম্যাচ আয়োজন করা যায় কি–না সে চেষ্টাও করা হবে বলে জানান ফাহিম। একান্তই কোনো কিছু সম্ভব না হলে ‘এ’ দলের বিপক্ষে সিরিজ আয়োজন করা হবে বলেও জানান তিনি।


ফাহিম বলেন, ‘আমরা ভেবেছিলাম, ওই সময়টায় আমরা ইন্টারনালি কিছু ম্যাচের আয়োজন করতে পারি কি না। এর আগেও আমরা এ রকম করেছি। “এ” দলের সঙ্গে খেলেছিল জাতীয় দল। সে রকম একটা কিছু। এটা ছিল আমাদের আগের পরিকল্পনা।’


তিনি যোগ করেন,  ‘এখন আমরা ভেবে দেখছি যে এর পাশাপাশি কোনো দলের সঙ্গে আমরা খেলতে পারি কি না বা বাইরে কোথাও গিয়ে খুব অল্প সময়ের জন্য কিছু খেলা যায় কি না, কোনো সুযোগ পাওয়া যায় কি না। সে জিনিসগুলো আমরা দেখছি। যদি সুযোগ না হয়, তাহলে আমরা ইন্টারনালি হয়তো খেলব।’

]]>
সম্পূর্ণ পড়ুন