ইনজুরিতে পরে আগেই ছিটকে গেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশভ পন্ত। তার বিকল্প হিসেবে দলে ডাকা হয়েছিল ইশান কিষাণকে। দলীপ ট্রফিতে ভালো খেলে জাতীয় দলে কামব্যাকই ছিল তার লক্ষ্য। কিন্তু আরও একবার বাধা হয়ে দাঁড়াল চোট। ইনজুরিতে পরে আসন্ন দলীপ ট্রফিতেও খেলতে পারবেন না কিষাণ।
২৮ অগস্ট থেকে শুরু দলীপ ট্রফি। এই টুর্নামেন্টের জন্য পূর্বাঞ্চলের ক্যাপ্টেন ঘোষণা করা হয়েছিল কিষাণকে। তাই ফিট হওয়ার জন্য বেঙ্গালুরুতে বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাবে ছিলেন তিনি। তবে সময়ের মধ্যে সারল না চোট। দলীপ ট্রফিতে একটা ম্যাচেও খেলতে পারবেন না তিনি।
আরও পড়ুন: ধোনি কি কখনো জাতীয় দলের কোচ হবেন, ভারতের সাবেক যা বলছেন
তার পরিবর্তে ওডিশার ২০ বছর বয়সি ক্রিকেটার আশীর্বাদ স্বাইন যোগ দিচ্ছেন পূর্বাঞ্চলের স্কোয়াডে। বয়সভিত্তিক বিভিন্ন টুর্নামেন্টে নজর কেড়েছেন তিনি। ওডিশার আর এক ক্রিকেটার সন্দীপ পট্টনায়েকও আছেন পূর্বাঞ্চলের দলে।
ইশানের অনুপস্থিতিতে দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলকে নেতৃত্ব দেবেন বাংলার ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরণ। ভারতের সিনিয়র দলের স্কোয়াডে নিয়মিত ডাক পান তিনি। নেতৃত্ব দিয়েছেন ভারতের 'এ' দলকেও। ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে ১০৩ ম্যাচ খেলে করেছেন ৭৮০০-র বেশি রান।