এনসিপির সমাবেশে হামলা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

৩ সপ্তাহ আগে
গোপালগঞ্জে এনসিসির সমাবেশে হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে এনসিপি টাঙ্গাইল জেলা শাখার নেতাকর্মীরা।

বুধবার (১৬ জুলাই) বিকেলে প্রথমে নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে শহরের পৌরউদ্যানে এসে জমায়েত হয়। 


পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাসে গিয়ে সড়ক অবরোধ করে। এতে উত্তরবঙ্গগামী লেনে যান চলাচল ব্যাহত হয়। দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

আরও পড়ুন: গোপালগঞ্জে এনসিপির ওপর হামলা, সাতক্ষীরায় সড়ক অবরোধ

প্রায় ২০ মিনিট পর কেন্দ্রীয় নির্দেশনা পেয়ে অবরোধ তুলে নেয় তারা। এসময় টাঙ্গাইল জেলা ইউনিটিের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন