বুধবার (১৬ জুলাই) বিকেল সোয়া ছয়টা থেকে অবস্থান কর্মসূচি শুরু করে ৩০ মিনিট বিক্ষোভ করার পর কর্মসূচি শেষ হয়।
এসময় তারা এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে ও বিচারের দাবিতে নানা স্লোগান দেন।
আরও পড়ুন: গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ
অবস্থান কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জের আহ্বায়ক সজিব সরকার, সিনিয়র মুখ্য সংগঠক সেজান সরদার, সদর উপজেলার আহ্বায়ক ইয়াসির আরফাত ইশানসহ নেতাকর্মী অংশগ্রহণ করে।
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে দুপুরে গোপালগঞ্জ পৌর পার্কে সভা করে এনসিপি। সভার আগে এনসিপির সমাবেশস্থলে ২০০-৩০০ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। হামলাকারীরা মঞ্চের চেয়ার ভাঙচুর করে, ব্যানার ছিঁড়ে ফেলে।
সভা শেষে এনসিপি নেতারা গাড়িতে উঠে সমাবেশস্থল ত্যাগ করার সময় গাড়িবহরে হামলা করা হয়।
পুলিশ ও সেনাসদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। হামলাকারীরা পুলিশ ও সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করেও ইট-পাটকেল নিক্ষেপ করে।
বিকেল ৪টার দিকে এনসিপি নেতারা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নেন। সেখান থেকে তারা সেনাবাহিনীর সহায়তায় গোপালগঞ্জ ছেড়ে খুলনায় চলে যান।
]]>