এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ

৩ সপ্তাহ আগে
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন নেত্রকোনার বৈষম্যবিরোধী ছাত্ররা।

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় নেত্রকোনা শহরের ছোট বাজার শহীদ মিনারে জড়ো হয়ে তারা এ কর্মসূচি পালন করেন।

 

সেখান থেকে মিছিলটি মোক্তারপাড়া প্রধান সড়ক প্রদক্ষিণ করে মগরা ব্রিজের মোড়ে অবস্থিত ‘জুলাই চত্বরে’ গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা মানববন্ধন করেন।

 

বিক্ষোভে নেতৃত্ব দেন সাধারণ শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী আন্দোলনের সামনের সারির নেতা মোহাম্মদ মোস্তাহিদ অলি, জেলা আহ্বায়ক শেখ হাসনাত জনি এবং এনসিপি নেতা রফিকুল ইসলাম শুভ।

 

আরও পড়ুন: গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা, ১৪৪ ধারা জারি

 

এদিকে, পৃথকভাবে বাংলাদেশ যুব খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আব্দুর রহিম গাজীর নেতৃত্বে শহীদ মিনারের সামনের সড়কে আরেকটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের অভিযোগ, বিক্ষোভ কর্মসূচির ছবি সামাজিক মাধ্যমে আপলোড করার পর ছাত্রলীগের কিছু নেতাকর্মী তাদের চিনে রাখার হুমকি দিয়েছে। এ নিয়ে বিক্ষোভকারীদের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

 

তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার এবং হুমকিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

]]>
সম্পূর্ণ পড়ুন