এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুল সাময়িক বরখাস্ত

৩ সপ্তাহ আগে
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব ও উপকর কমিশনার মুকিতুল হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে গোপন দলিল প্রকাশ করার অভিযোগ আনা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

 

এতে বলা হয়েছে,  মুকিতুল হাসান রাষ্ট্রের অত্যন্ত গোপন দলিল প্রকাশপূর্বক চাকরির শৃঙ্খলা পরিপন্থি আচরণ করায় তার বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

 

আরও পড়ুন: এনবিআরের প্রথম সচিব তানজিনা সাময়িক বরখাস্ত

 

তাকে সরকারি চাকরি আইন ২০১৮ এর ৩৯ (১) ধারা অনুযায়ী এনবিআরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগপূর্বক সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 

সাময়িক বরখাস্তকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন