‘এখন রাস্তার ধারে অটো রেখে প্রস্রাব করতেও ভয় লাগে’

৩ সপ্তাহ আগে
জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে স্থাপন করা দুই শতাধিক সিসিটিভি ক্যামেরার অধিকাংশই এখন গায়েব। এতে করে ভারত সীমান্তঘেষা এই পৌর এলাকায় বাড়ছে চুরি, ছিনতাই, হত্যাকাণ্ডসহ নানা অপরাধ। তবে খুব শিগগিরই নতুন করে ক্যামেরা স্থাপনের আশ্বাস দিয়েছেন পৌর ও থানা প্রশাসনের কর্মকর্তারা।

জানা গেছে, রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ‘ক’ শ্রেণির পৌরসভাটির আয়তন ১০ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা ৩৬ হাজার ৭২৫ জন। সীমান্তবর্তী এই এলাকায় অপরাধ রোধে ২০২৩ সালে পৌরসভা ও থানা প্রশাসনের উদ্যোগে গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয় ২০০টিরও বেশি সিসিটিভি ক্যামেরা। এতে অপরাধপ্রবণতা অনেকটাই কমে আসে।

 

কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে আন্দোলনের সময় বিক্ষুব্ধ জনতা পৌর শহরের অধিকাংশ সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে বা খুলে নিয়ে যায়। এরপর থেকেই অপরাধ ফের বেড়ে গেছে।

 

স্থানীয় অটোচালক রেজাউল ইসলাম বলেন, ‘আগে দিন-রাত সমান মনে করে অটো চালাতাম। ক্যামেরা থাকায় নিরাপদ বোধ করতাম। এখন রাস্তার ধারে অটো রেখে প্রস্রাব করতেও ভয় লাগে।’

 

একটি বিদ্যালয়ের শিক্ষক আতোয়ার রহমান বলেন, ‘এই শহর থেকে একাধিক মোটরসাইকেল চুরি হয়েছে। ক্যামেরাগুলো সচল থাকলে এসব হয়তো ঘটতো না।’

 

আরও পড়ুন: ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি, গ্রেফতার ১

 

পাঁচবিবি বণিক সমিতির সভাপতি তাইজুল ইসলাম বলেন, ‘শহরে প্রায় ২ হাজার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আগের মতো নির্ভয়ে ব্যবসা করা যাচ্ছে না। দ্রুত ক্যামেরাগুলো পুনঃস্থাপন জরুরি।’

 

একসময় পৌরসভা ও থানা থেকে পরিচালিত এসব ক্যামেরা বর্তমানে আর সচল নেই। হাতে গোনা কয়েকটি বৈদ্যুতিক খুঁটিতে ক্যামেরা থাকলেও অধিকাংশ জায়গায় কেবল ঝুলন্ত তার ও সেটআপ বক্সই দেখা যাচ্ছে।

 

পাঁচবিবি পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. মারুফ আহসান জানান, ‘পৌর প্রশাসকের নির্দেশে ক্যামেরার পয়েন্ট চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। খুব শিগগিরই ক্যামেরাগুলো পুনঃস্থাপন করা হবে।’

 

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষায় সিসিটিভি ক্যামেরা গুরুত্বপূর্ণ। দুঃখজনকভাবে ৫ আগস্টের ঘটনায় অধিকাংশ ক্যামেরা ভাঙচুর ও চুরি হয়। আমরা আবারো সেগুলো স্থাপনের পরিকল্পনা নিচ্ছি।’

]]>
সম্পূর্ণ পড়ুন