বৃহস্পতিবার (৮ মে) বিশিষ্ট আইনজীবী মরহুম এ জে মোহাম্মদ আলীর স্মরণসভায় বক্তৃতা করেন তিনি।
সালাহউদ্দিন বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরেও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে পারিনি। সেটা একক কোনো দলের ওপর দায় চাপানোর সুযোগ নেই।
তিনি বলেন, বিচার বিভাগ স্বাধীন করতে হলে, এখানে যারাই ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করেছে তাদের ক্লিন করতে হবে। শুধু বিচারকদের স্বাধীনতা দেয়ার জন্য নয়, পুরো বিচার বিভাগকে স্বাধীন করতে বিচার বিভাগের স্বাধীনতা প্রয়োজন।
আরও পড়ুন: আ.লীগ থেকে আগেই সরে আসা ক্লিন ইমেজের ব্যক্তিরা বিএনপির সদস্য হতে পারবেন: রিজভী
সংবিধান যাতে ভায়োলেশন না হয়, সেদিকে খেয়াল রাখতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এ নেতা বলেন, এবার বিচার বিভাগ স্বাধীন না হলে, তা আর কখনও করা যাবে না।
তিনি বলেন, বিরোধী দল দমনে ফ্যাসিবাদের দোসর হিসেবে যারাই বিচার বিভাগে কাজ করেছে তাদের বিচার করতে হবে।
ফ্যাসিবাদের দোসরদের বিচার বিভাগ থেকে সরাতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান সালাহউদ্দিন।